শুভাশ্রীকে গর্ভবতী অবস্থায় প্রকাশ্যে আনলেন রাজ চক্রবর্তী।
আমার বাংলা টিভি বিনোদন ডেস্কঃ মা হতে চলেছেন ওপার বাংলার নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। রাজ-শুভশ্রীর কোল আলো করে আসছে নতুন প্রাণ। কিছুদিন আগেই সোশাল মিডিয়ায় সুখবর জানিয়েছিলেন টলিপাড়ার পাওয়ার কাপল। এবার সামনে এল শুভশ্রীর বেবি বাম্পের ছবি। ইনস্টাগ্রামে আদরের শুভর সঙ্গে ছবি শেয়ার করলেন রাজ। ইন্ডিয়ান এক্সপ্রেস।
তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনে টুইট করে খুশির খবর দিয়েছিলেন রাজ-শুভশ্রী। রাজের টি-শার্টে লেখা ছিল, ‘ড্যাড টু বি!’ আর শুভশ্রী জানাছিলেন, ‘এই মেয়েটি মা হতে চলেছে।’
দক্ষিণী ট্রাডিশনাল শাড়িতে সাবেকী সাজে শুভশ্রী, পাশে রাজ। এদিন এভাবেই দেখা মিলল দুজনের। সন্তানসম্ভবা হওয়ার খবর দেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এল শুভশ্রীর ছবি। রাজ ক্যাপশনে লিখেছেন, ‘তোমার বাইরের ও অন্তরের সৌন্দর্য আমায় বারবার অভিভূত করে। মনে হয় ক্লাউড নাইনে আছি।’
খবরটা ভক্রদের কাছে পৌঁছনোর জন্য ফোটোশুট করেছিলেন রাজ-শুভশ্রী। তবে তাদের বিশেষ বার্তা ”’ইউ আর প্রেগন্যান্ট” কথাটি নজর কেড়েছিল প্রত্যেকের। প্রশংসাও কুড়িয়েছে এই ভাবনা। আমরা গর্ভবতী ব্যকরণগতভাবে হয়তো ঠিক নয় কিন্তু আবেগের শতাংশে তা ফুল মার্কস পাওয়ারই সমান।
কিছুদিন আগে ঘটে যাওয়া আমফানে বিপর্যস্ত হয়েছিল কলকাতা। সেই পরিস্থিতি নাড়িয়ে দিয়েছিল শুভশ্রীকে। গর্ভস্থ সন্তানের জন্য কলম ধরেছিলেন। জানিয়েছিলেন ছোট্ট প্রাণের সমস্ত না পাওয়া এবং এক মায়ের অসহায়তা।
অন্যদিকে চীনা পণ্য বয়কটের ডাক দিল বলিউড।
লাদাখে চীনা আগ্রাসনের জবাবে এবার বয়কটচাইনিজ়প্রোডাক্ট এবং বয়কটচিন প্রচারে নেমেছে বলিউড।‘থ্রি ইডিয়টস’-ছবিতে আমির খানের চরিত্রটি যাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল, সেই সোনম ওয়াংচুক প্রথমে এ বয়কটের ডাক দেন। তাতে সাড়া দিয়ে সুপার মডেল মিলিন্দ সোমন টিকটক অ্যাপ ডিলিট করেন। মিলিন্দের দেখাদেখি এগিয়ে আসেন বলিউডের অনেক তারকাই।
চীনের তৈরি দ্রব্য বয়কট করতে শুরু করেন তারা। মিলিন্দ তার টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, ‘‘টিকটক আমি বর্জন করলাম।’’ এরপরই আরশাদ ওয়ারসিও লেখেন, ‘‘আমি সচেতন ভাবেই চীনের তৈরি কোনও দ্রব্য আর ব্যবহার করছি না। আসলে আমরা এখন যা কিছু ব্যবহার করি, তার বেশির ভাগ চীনের তৈরি। তবে খুব শীঘ্রই চিনের সবটা বর্জন করতে পারব।’’
টিভি অভিনেত্রী কাম্যা পঞ্জাবি বলেন, ‘‘চীনের যাবতীয় দ্রব্য ব্যবহার সবাই বন্ধ করুন।’’ আয়ুষ্মান খুরানা, রণবীর শোরে, ‘ড্রিম গার্ল’-এর পরিচালক রাজ শান্ডিল্য, প্রত্যেকেই এ বয়কটের ডাকে সাড়া দিয়েছেন। শেয়ার করুন।