শুদ্ধাচার পুরষ্কার ২০২০ তুলে দেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন

শ্রেষ্ঠ কর্মকর্তা /কর্মচারী কে আজ শুদ্ধাচার পুরষ্কার ২০২০ তুলে দেন জেলা প্রশাসক জনাব মোহাম্মাদ ইলিয়াস হোসেন।

 

আমার বাংলা টিভি ডেস্কঃ  জেলা এবং উপজেলা পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন করে জেলা শুদ্ধাচার কমিটি কর্তৃক( ২০২০ সালের জন্য) শ্রেষ্ঠ কর্মকর্তা /কর্মচারী কে আজ শুদ্ধাচার পুরষ্কার ২০২০ তুলে দেন জেলা প্রশাসক জনাব মোহাম্মাদ ইলিয়াস হোসেন। amarbangla.tv

শুদ্ধাচার পুরষ্কার যারা পেয়েছেন
১.জনাব মোহাম্মাদ রুহুল আমীন
উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী, চট্টগ্রাম।
২.জনাব মো. মাসুদ রানা
নেজারাত ডেপুটি কালেক্টর
জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।
৩.জনাম মোহাম্মদ জামাল উদ্দিন
জেলা নাজির, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।

পুরষ্কার প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট,সনদপত্র এবং এক মাসের বেসিকের সম পরিমান অর্থ সম্মানী হিসেবে তুলে দেয়া হয়। শেয়ার করুন।