শীত বস্ত্র বিতরণ করুণা নয় তা‌রেক রহমা‌নের উপহার আবুল হাশেম বক্কর

আমার বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, তীব্র শীত ও কনকনে ঠান্ডা বাতাস সব মিলিয়ে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তারা দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। তাই এই শীতে মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিএনপি সব সময় এদেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, নৈতিক দায়িত্ব এবং তা‌রেক রহমা‌নের পক্ষ থে‌কে উপহার। তাই হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

তিনি শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের যাতে শীতে কষ্ট না হয় সেজন্য বিএনপির পক্ষ থেকে সারাদেশে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ এখানে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। সামর্থ্য অনুযায়ী এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তশালীদের জন্য নৈতিক দায়িত্ব।

১৯ নং দ‌ক্ষিন বাক‌লিয়া ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সভাপ‌তি হাজী নবাব খাঁ‌নের সভাপ‌তি‌ত্বে ও সা‌বেক সাধারন সম্পাদক ইয়াকুব চৌধুরী না‌জি‌মের প‌রিচালনায় এতে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সহ সাধারন সম্পাদক সা‌বেক কাউ‌ন্সিলর ইয়া‌ছিন চৌধুরী আসু, মহানগর বিএন‌পির সা‌বেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হা‌কিম, বিএন‌পি নেতা এস এম সে‌লিম, অঙ্গসংগঠ‌নের নেতৃবৃন্দ রেজিয়া বেগম মুন্নি, ই‌দ্রিস আলম, আবু বক্কর সিদ্দিক, নুর আলম কালু, দুলাল সওদাগর, জসিম উদ্দিন, মো. সেকান্দর, মঈনউ‌দ্দিন খান রা‌জিব, দে‌লোয়ার হো‌সেন, মো. জসিম, সানাউল কাদের চৌধুরী সানি, আব্দুল কাইয়ুম জয় প্রমূখ।