শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (ম.)’র নির্দেশক্রমে খাদ্য-সামগ্রী বিতরন অব্যাহত

শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (ম.)’র নির্দেশক্রমে খাদ্য-সামগ্রী বিতরন অব্যাহত

নিউজ ডেস্কঃ দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ এবং চলমান অনিশ্চিত পরিস্থিতি মোকাবেলায় ০৫ এপ্রিল আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সাধক,পীরে কামেল,মুরশীদে বরহক্ব,মোনাজেরে আহলে সুন্নত,হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী,আল-চিশতী (রহঃ)’র ৯ম বার্ষিক ওরশ শরীফের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় ওরশ শরীফ উপলক্ষে ০৫ এপ্রিল সারা দেশে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার সকল ইউনিট কমিটিরগুলোর মাধ্যমে সমাজের অসহায়,দূঃস্থ মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরনের নির্দেশ দিয়েছেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মা,জ্বি,আ)।

তিনি জাতির এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তশালী মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। পাশাপাশি সকলকে নিজ নিজ অবস্থানে থেকে রাষ্ট্রীয় আইন এবং ধর্মীয় অনুশাসন মেনে সমাজে বিরাজমান অস্থির পরিস্থিতি মোকাবেলায় হক্ব আউলিয়া কেরামগনের দেখানো পথে নিজেদের জীবন পরিচালনার জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।

তিনি খাদ্য-সামগ্রী মানুষে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া এবং খাদ্য-সামগ্রী প্রদানকালে অসহায় মানুষের ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না করার জন্য বিশেষ তাগাদা দেন।

জাতির ক্রান্তিলগ্নে এই মহৎ কাজে এগিয়ে আসায় আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া,কেন্দ্রীয় কমিটির সভাপতি এ,এইচ,এম নিযামুদ্দীন রাজু এবং সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়েছেন।amarbangl.tv