শতাব্দীর দ্বিতীয় সেরা নির্বাচিত হয়ে আমি সম্মানিত বোধ করছি : সাকিব আল হাসান
আমার বাংলা টিভি ডেস্ক : বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান উইজডেন ক্রিকেট মান্থলির শতাব্দীর দ্বিতীয় সেরা বা মূল্যবান ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। টেস্টের সেরা দশেও জায়গা হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের।
এই খবর পেয়ে নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। amarbangla.tv
উইজডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্বিতীয় এবং টেস্ট ক্রিকেটে ষষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। – ফেসবুক থেকে শেয়ার করুন।