লক ডাউন দীর্ঘায়িত হলে আসন্ন অর্থনৈতিক মন্দা মোকাবেলার ক্ষমতা আমাদের নেই : পরিকল্পনা মন্ত্রী
আমার বাংলা টিভি ডেস্কঃ লক ডাউন খুলে দিলে আমরা দুটি বাস্তবতার সম্মুখীন হবো বলে আমি মনে করি। প্রথমত, চরম অর্থনৈতিক কলাপস। দ্বিতীয়ত, ইনফেকশনের মাত্র বেড়ে যাওয়া। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করার পক্ষেই রয়েছেন বলে জানালেন এম এ মান্নান। সময় টিভির এক অনুষ্ঠানে তিনি এ মত দেন।
বর্তমান অবস্থা পৃথিবীর জন্য এক নতুন অভিজ্ঞতা। কেউই ঠিক করে বলতে পারেন না সামনে কী হবে। সেক্ষেত্রে লক ডাউন কত দিন চলবে বা চলা উচিত তা কেউই নিশ্চিত বলতে পারে না। ২ মাস, ২ বছর- কেউ জানে না।
আমাদের দেশের একটা বড় অংশের মানুষ দিনমজুর। তারা রোজ আনে, রোজ খায়। অর্থনীতিতে তাদের অবদানও কম নয়। তাদেরকে আর বেশি দিন আটকে রাখতে আমি পক্ষপাতী নয়। তাদেরকে ছেড়ে দিতে হ্চ্ছে। রিস্ক আছে। এই রিস্কটাকে আমাদের কন্ট্রোল করতে হবে।
প্রত্যেককেই ব্যক্তিগতভাবে হাইজিন মেনটেইন করতে হবে। সেটা মাস্ক ব্যবহার করে বা হাতধুয়ে হোক। প্রয়োজনে আমরা অনেক দূর যাবো। কিন্তু অযথা বাইরে যাওয়া, কারও সঙ্গে মেশা থেকে বিরত থাকতে হবে। যেকোনওভাবে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এভাবে আমরা পরিস্থিতি অনেকটা সামলে নিতে পারবো বলে আমি মনে করি।
অন্যাথায় গত ১০ বছরে সকলের ঐকান্তিক পরিশ্রমে প্রথমবারের মতো আমরা একটি গন্যমান্য রাষ্ট্র হওয়ার সম্মান অর্জন করতে চলেছি তা থেকে অনেক পিছিয়ে যাবো। নিউজটি শেয়ার করুন।