লকডাউনেও অবিচ্ছেদ্য যুগল যোগাভ্যাসে সুস্মিতা-রোহমান

লকডাউনেও অবিচ্ছেদ্য যুগল যোগাভ্যাসে সুস্মিতা-রোহমান

বিনোদন ডেস্কঃ সামাজিক দূরত্ব বজায় রেখেও এবার যুগলের শরীরচর্চা সামনে আনলেন ভারতের প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। যেন করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনেও যেন অবিচ্ছেদ্য। শরীরচর্চাতেও তার ছাপ। প্রেমিক রোহমান শলের সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ যোগাভ্যাসের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই হুমড়ি খেয়ে তা দেখছে নেটদুনিয়া।

সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন সুস্মিতা, তাতে দেখা যাচ্ছে তার পা রোহমানের হাঁটুর উপর ভর করা, আর সুস্মিতা গলা জড়িয়ে ধরে আছেন রহমানের। এই মিলমিশের মধ্যেই স্পিরিট, পজিটিভিটি, ফিটনেস– এই সব শব্দ ব্যবহার করে করোনার ত্রাসকে দূরে সরিয়ে রেখেছেন সুস্মিতা।

পোস্টে তিনি লিখেছেন, “কঠিন সময় পেরিয়ে যাবে, কঠিন মানুষেরা পারবে। জীবনের প্রতি অঙ্গীকার বদ্ধ থাকলে বেঁচে থাকার শক্তি পাওয়া যায়। জীবন ঠিক পথ বের করে আনে। কোনও না কোনও সময়ে জীবনের সব কাজ থেকে বিরত থাকতে হয়। মানসিক ভাবে শক্ত আর শারীরিক ভাবে সুস্থ থাকলে যে কোনও প্রতিকূলতাকে পেরনো যায়।”

বলিউডে নজরকাড়া যুগলদের মধ্যে অন্যতম সুস্মিতা সেন ও তার বয়ফ্রেন্ড রোহমান শল। সোশ্যাল মিডিয়ায় নিজেদের নানা মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের কাছে জনপ্রিয় হয়েছেন এই জুটি। অনেক দিন ধরে জল্পনাও চলছে তাদের বিয়ে নিয়ে।