র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম বাঁশখালী উপজেলার সরল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শের আলী নামে এক ডাকাত নিহত হয়েছে। শের আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোরে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে বলে দাবি র্যাবের। শের আলীর বাড়ি সরল ইউনিয়ন এলাকায়। amarbangla.tv
ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, বাঁশখালীর সরল এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়।
‘পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ’ amarbangla.tv
তিনি বলেন, শের আলী একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।