রাশিয়ার প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত, সাময়িকভাবে স্থলাভিষিক্ত হচ্ছেন অর্থনীতিবিদ আন্দ্রে বেলোউশোভ
আমার বাংলা টিভি ডেস্ক: করোনা শনাক্ত হওয়ায় প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন সাময়িকভাবে দেশটির ফেডারেশনের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন বলে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন।
৫৪ বছর বয়সী প্রধানমন্ত্রী মিশুস্টিন তার স্থলাভিষিক্ত অর্থনীতিবিদ আন্দ্রে বেলোউশভের নাম প্রস্তাব করেন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিয়োগ দিয়ে নিজের স্বাক্ষরিত এক ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট পুতিন।
ভিডিও কনফারেন্সে মিশুস্তিন জানান, এই সংকটকালে অসুস্থতার মধ্যেও যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ছিলেন দেশটির কেন্দ্রীয় কর বিভাগের প্রধান ছিলেন।
সম্প্রতি রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। জন হপকিন্স বিশ্বিদ্যালয়ের পরিসংখ্যানে, এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত ১ লাখ ৬ হাজার ৪৫৯ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৩ জন।