আমার বাংলা টিভি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, বিগত সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৭, রাঙ্গুনিয়া(বোয়ালখালী আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের রাংগুনিয়ায় ব্যাপক ত্রান তৎপরতা চালিয়ে যাচ্ছে।
রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পাড়ায় মহল্লায়,বর্তমান Covid-19 এর প্রাদূর্ভাবে কর্মহীন অসহায়,অভাবগ্রস্ত,হতদরিদ্র ৯০০০ হাজার পরিবারের এবং বিএনপি’র নেতা কর্মীদের মাধ্যমে ঘরে ঘরে ত্রান পৌছে দেন।ত্রানের এই কার্যক্রম গত ২৭শে মার্চ থেকে আরম্ভ করে অব্যাহত রেখেছেন।যতদিন পরিস্হিতি স্বাভাবিক হবে না, ততোদিন এই কার্যক্রম চলবে বলে জানান কুতুব উদ্দিন বাহার।
এই কার্যক্রমে বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিক দল,কৃষকদল,নেতৃবৃন্দের সার্বিক তত্বাবধানে পর্যায়ক্রমে পরিচালিত হচ্ছে।বিশেষ করে বিএনপি নেতা নবাব মিয়া চেয়ারম্যান,ফজলুল হক,মোতালেব চৌধুরী,শওকত তালুকদার,মাহবুব তালুকদার,ইকবাল হোসেন চেয়ারম্যান,নেচারুল হক পেয়ারু চেয়ারম্যান,নুর উদ্দীন মেম্বার,আবু বক্কর মেম্বার, ইসমাইল হোসেন মেম্বার,জাহাংগীর আলম খোকন,শ্রমিকদল নেতা নুরুল ইসলাম,জামাল উদ্দিন,জাফর,নাছের সালাহ উদ্দীন,কৃষকদল নেতা নুরুল আমিন,নাছিম মেম্বার,শহিদ,রফিক, যুবদল নেতা মো:সেকান্দর,শাহাজান সিকদার মো:মিজান,জাহাংগীর কমিশনার,মো:মুসলিম,মো: ফোরকান,আবদুল্লাহ,হেলাল,জাহেদ,ছাত্রদল নেতা মোজাফ্ফর চৌধুরী,জোবাইদুল ইসলাম রনি,আলীনুর তালুদার মনি,রবি চৌধুরী,মো:আলী সহ অসংখ্য নেতাকর্মী এই ত্রান কার্যক্রম পরিচালনা কাজে সংযুক্ত আছেন।ত্রান ছাড়াও দলীয় কর্মহীন নেতাকর্মীদের মাঝ তিন লক্ষ টাকা ক্যাশ টাকা প্রদান করেন।