রাঙ্গামাটি স্টেডিয়ামে এক’মিনিটের বাজার থেকে বিনামূল‌্যে পণ‌্য পেলেন নিম্ন আয়ের মানুষ

রাঙ্গামাটি স্টেডিয়ামে এক’মিনিটের বাজার থেকে বিনামূল‌্যে পণ‌্য সংগ্রহ করছেন নিম্ন আয়ের মানুষ।

 

রিপন মারমা রাঙ্গামাটি আমার বাংলা টিভিঃ  
করোনা দূর্যোগেরঅঘোষিত লগডাউনের বিপর্যস্ত হয়ে পড়া রাঙ্গামাটির দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন‌্য সেনাবাহিনীর উদ‌্যোগে ’এক মিনিটের বাজার চালু’ করা হয় শুক্রবার (১৫) স্টেডিয়ামের বসানো হয় এই বাজার। সামাজিক দূরত্ব নিশ্চিত করে সবজিপণ‌্য নিতে প্রত‌্যোককের এক মিনিট করে সময় দেয়া হয়। সকাল সাড়ে ৯ টায় চালু হওয়া এই বাজার প্রায় এক ঘন্টা পর্যন্ত চালু ছিল। সেসময় জীবাণুনাশক প্রবেশ পথ ,হাত ধোঁয়ার সুব‌্যবস্থা সম্বলিত এই বাজারে মধ‌্যে ছিল, চাল, ডাল, আলু, টেঁরস, শসা বরবটি, কচুরলতি, মিষ্ঠি কুমড়া, চিচিংগা, ও কাঁচা মরিচ ইত‌্যাদি। অসহায় মানুষের মাঁঝে বিনা মূল‌্যেই প্রধান করা হয়।

সরজমিনে জরিপ করে অসহায় প্রতিবন্ধী ও দুঃস্থ ব‌্যাক্তিদের তালিকা তৈরি করে প্রত‌্যোকের কাছে একটি করে টোকেন প্রধান করা হয়। এই টোকেন দেখিয়ে প্রতিটি পরিবার এক মিনিট বাজার থেকে সংগ্রহণ করেন তাদের প্রয়োজনীয় দ্রব‌্য সামগ্রী।সেনাবাহিনী জানান, ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় এবং রাঙ্গামাটি রিজিয়ন কতৃক ‘এক মিনিটের বাজার ’ নামে এই আয়োজন করা হয়।

নামে বাজার হলেও এখান থেকে প্রতিবন্ধী,অসহায় দুঃস্থ ব‌্যাক্তিদের বিনামূল‌্যের ৯ ধরনের দ্রব‌্যসামগ্রী বিতরণ করা হয়। বাজার থেকে পণ‌্য পাওয়া লোকজন বলেন ,’করোনা কারণে সব ধরনের কাজ বন্ধ থাকায়, যা অর্থ জমানো ছিল তা অনেক আগে শেষ হয়ে গেছে। আজ সেনাবাহিনী পক্ষ থেকে প্রয়োজনীয় জিনিস পত্র পেয়ে আমরা খুবই খুশি।

সেসময় সেখানে উপস্থি ছিল রাঙ্গামাটি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে.কর্নেল মোঃ রফিকুল ইসলাম সহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরে কর্মকর্তারা। ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান বলেন, পার্বত‌্য এলাকায় সন্ত্রাস দমনের পাশাপাশি সেনাবাহিনী মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। এই বাজারের মাধ‌্যমের প্রান্তিক কৃষক পেলো ন‌্যায‌্য মূল‌্য এবং নিম্ন আয়ের মানুষ পেলেো খাদ‌্য সহায়তা।নিউজটি শেয়ার করুন।