রাঙ্গামাটি নানিয়ারচরে ৩০ হাজার পিস আনারস ধ্বংস করছে প্রশাসন

 

রাঙ্গামাটি নানিয়ারচরে ৩০ হাজার পিস আনারস কেমিক‌্যাল দিয়ে নেওয়া হচ্ছিল ঢাকায়, আটক করার পর ধ্বংস করা হচ্ছে। 

 

রিপন মারমা রাঙ্গামাটি/ আমার বাংলা টিভিঃ 
রাঙ্গামাটি নানিয়ারচরে ৩০ হাজার পিস আনারস জব্দ করে ধবংস করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। রাতে ১৪ মে (বৃহস্পতিবার)উপজেলা বগাছড়ি সতের মাইল জিতেন পাড়া ও উনিস মাইল এলাকার দুইটি বাগান থেকে এসব আনারস জব্দ করা হয় উপজেলা কার্যলয়ের এনে ধবংস করা হয়। তবে কাউকে আটক করা সম্ভম হয়নি।

নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন বলেন, আমাদের কাছে তথ‌্য ছিল কিছু ব‌্যাবসায়ী অতি মনুফার লোভে আনারসে ঔষুধ দিয়ে ঢাকায় বিক্রির জন‌্য নিয়ে যাচ্ছে। গোপন তথ‌্যের ভিক্তিতে অভিযান পরিচালনা করি এবং ৩০ হাজার পিস আনারস জব্দ করতে সক্ষম হই। তবে ব‌্যাবসায়ীকে হাতে নাতে ধরতে না পারলেও তার পরিচয় জানার সম্ভম হয়েছে।যতদিন আনারসের মৌসুম থাকবে ততদিন আমাদের এই অভিযান অব‌্যাহত থাকবে।’

তবে আরো জানা যায়, নানিয়ারচর মৌসুম ফল ব‌্যাবসায়ী সমবায় সমিতির লিমিটেড সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বলেন, করোনাএই মহামারীর সময় যারা এমন কাজ করতে পারে তারা মানুষ হতে পারে না। মাত্র কয়েকজন কারণের আনারস চাষী ওপ্রকৃত ব‌্যাবসায়ী ক্ষতিগ্রস্ত হয় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এসব যারা করে তাদের যাতে শাস্তি আওতায় নিয়ে আসে।

নানিয়ারচর উপজেলা নির্বাহীক কর্মকর্তা শিউলি রহমান তিন্নি জানান, কিছু আনারস ব‌্যাবসায়ী একে বারে অপরিপক্ক আনারস বিভিন্ন কেমিক‌্যাল মিশিয়ে তা ঢাকা বিক্রির জন‌্য নিয়ে যচ্ছিলো এই সময় আমরা ট্রাক সহ আনারস জব্দ করি। ট্রাক চালকের সঙ্গে কথা বলে জানতে পারলাম কেমিক‌্যাল মেশালে দু্ই তিন দিনের মধ‌্যে আনারস গুলো পেকে যায়। এর সঙ্গে জড়িত ব‌্যাবসায়ীরা হলো শাহ জাহান. মোস্তফা মিয়া। তাদের আটকের জন‌্য পুলিশ খোঁজ খবর নিচ্ছে। নিউজটি শেয়ার করুন।