রাঙ্গামাটি জেলায় নতুন করে ১ নার্স করোনা পজেটিভ, সংখ‌্যা বেড়ে ২৬ জন

রাঙ্গামাটি জেলায় নতুন করে ১ নার্স করোনা পজেটিভ, সংখ‌্যা বেড়ে ২৬ জন।

 

রিপন মারমা রাঙ্গামাটি/ আমার বাংলা টিভিঃ রাঙ্গামাটিতে নতুন করে আরো একজন নার্সের নমুনা পরীক্ষায় পজেটিভ সনাক্ত হয়েছে। এ পর্যন্ত রাঙ্গামাটিতে সর্বমোট করোনা সখ‌্যা বেড়ে ২৬ জন আক্রান্ত হয়েছে ।আবারো নতুন করে রাঙ্গামাটি সদর হাসপাতালের ৪৬ বছরে নার্স আক্রান্ত হয়েছেন। তিনি টিএন্ডটি এলাকাতে থাকেন এবং তিনি বর্তমানে সুস্থ আছেন এ বিষয়টি শনিবার রাত ০৮ টায় দিকে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যলয়ের করোনা বিভাগের ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

তিনি জানান,আক্রান্ত নার্স বর্তমানের তার নিজ বাড়িতে আছেন। ৫৬৪ টি নমুনা থেকে ৪৪৭ টির রিপোর্ট এসেছে, যার মধ‌্য ২৬ জনের পজেটিভ পাওয়া গেছে।অপেক্ষামান রয়েছে ১১৭ জনের রিপোর্ট।গত ২৯ এপ্রিল নমুনা সংগ্রহণ করে পাঠানো পরে ০৬ মে রাঙ্গামাটিতে ০৪ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।পরে দ্বিতীয় রিপোর্ট ০৪ জনের নেগেটিভ রিপোর্ট আসে।

আবার নতুন করে ১২ মে একজন শনাক্ত হন।বুধবার (১৩ মে ২০২০) নতুন করে শনাক্ত হওয়া ০৯ জন যার মধ‌্যে ০৫ জনই রাঙ্গামাটি সরকারি হাসপাতালের কর্মরত ডাক্তার-নার্স সহ বিলাইছড়ি থেকে মা ও ছেলে দুই জন ,রাজস্থলী থেকে একজন আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার নতুন করে শনাক্ত হয়েছে ১১ জন।আজ শনিবার একজন আক্রান্ত হয়ে এ পর্যন্ত সর্বমোট ২৬ জন হয়েছে।