রাঙ্গামাটি কাপ্তাইয়ে স্বাধীনতা দিবস উদযাপন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পঅর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন ।
রাঙ্গামাটি প্রতিনিধি রিপন মারমাঃ
মহান স্বাধীনতা দিসব উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭.১৫ মিনিটে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ করে এবং উপজেেলা প্রসাশন রেষ্ট হাউসে প্রাঙ্গণের জাতীয় পতাকা উত্তোলণ করা হয় । কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মফিজুল হক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল এর সভাপতিত্বের কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত
পুলিশ সুপার জুনায়েদ কাউসার ,উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন,চন্দ্রঘোনা থানা অফিসার ওসি আশ্রাফ উদ্দিন,উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার শাহদাত হোসেন চৌধুরী,উপজেলার যুবলীগ সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ সীদ্বিকী,কাপ্তাই উপজেলার ছাত্রলীগের সভাপতি এম.নুর.উদ্দিন সুমন,কাপ্তাই উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন,সরকারী বেসরকারী কর্মকর্তাগণ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠন নেতাকর্মী ,জনপ্রতিনিধি এবং সাংবাদিক উপষ্ঠিত ছিলেন।