রাঙ্গামাটি কাপ্তাইয়ে একমিনিটের বাজার থেকে বিনামূল‌্যে পণ‌্য পেলেন নিম্ন আয়ের মানুষ

রাঙ্গামাটি কাপ্তাইয়ে এক মিনিটের বাজার থেকে বিনামূল‌্যে পণ‌্য নিচ্ছে নিম্ন আয়ের মানুষ।

রিপন মারমা কাপ্তাই/ আমার বাংলা টিভি ডেস্কঃ করোনা দূর্যোগের করুণ অঘোষিত লগডাউনের বিপর্যস্ত হয়ে পড়া কাপ্তাই দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন‌্য সেনাবাহিনীর উদ‌্যোগে এক মিনিটের বাজার চালু করা হয়। বৃহস্পতিবার (২১ মে) বসানো হয় এই বাজার।

পুরোপরি সামাজিক দূরত্ব নিশ্চিত করে টেবিলের সাঁজানো সবজি ঈদের নতুন পোশাক প্রত‌্যোকে এক মিনিট করে সময় দেওয়া হয় ২’শতাধিক পরিবারকে। সেসময় জীবাণুনাশক প্রবেশ পথ ,হাত ধোঁয়ার সুব‌্যবস্থা সম্বলিত এই বাজারে মধ‌্যে ছিল চাল, ডাল, আলু, মিষ্ঠি কুমড়া, চিনি, সাবান, কেক, কাপড়, সেমাই, দুধ ইত‌্যাদি। এক কথায় বাজার বলা হলেও এই নয় প্রকার দ্রব‌্য এসব অসহায় মানুষের মাঁঝে বিনা মূল‌্যেই প্রধান করা হয়। amarbangla.tv

সরজমিনে জরিপ করে অসহায় প্রতিবন্ধী ও দুঃস্থ ব‌্যাক্তিদের তালিকা তৈরি করে প্রত‌্যোকের কাছে একটি করে টোকেন প্রধান করা হয়। এই টোকেন দেখিয়ে প্রতিটি পরিবার এক মিনিট বাজার থেকে সংগ্রহণ করেন তাদের প্রয়োজনীয় দ্রব‌্য সামগ্রী।

সেনাবাহিনী এর উদ্যোগের সকালে কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) মাঁঠে সেনাবাহিনীর ১ মিনিট বাজার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে সেনাবাহিনীর ১ মিনিট কার্যক্রমের উদ্বোধন করেন, ২৩ ইষ্ট বেঙ্গল কাপ্তাই জোনের অধিনায়ক লেপটেন্যান্ট কর্ণেল মোঃ তৌহিদ উজ্জামান।

২৩ ইষ্ট বেঙ্গল কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্ণেল মোঃ তৌহিদ উজ্জাম বলেন, ঈদের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ছাড়াও প্রান্তিক কৃষকদের কাছ থেকে বিভিন্ন কৃষিক সামগ্রী ক্রয় করে এখানে সরবরাহ করেছি। নামে বাজার হলেও মূলত ১ মিনিটে আগত ক্রেতাদের সকল দ্রব্য সামগ্রী বিনা মূল্যে প্রধান করা হচ্ছে। এখান থেকে, হতদরিদ্র, কমর্হীন, অসহায় দুঃস্থ ব‌্যাক্তিদের বিনা মূল‌্যের ১১ ধরনের দ্রব‌্য সামগ্রী বিতরণ করা হয়। amarbangla.tv

বাজার থেকে পণ‌্য পাওয়া লোকজন বলেন, করোনা কারণে সব ধরনের কাজ বন্ধ থাকায়, যা অর্থ জমানো ছিল তা অনেক আগে শেষ হয়ে গেছে। আজ ২৩ বেঙ্গল সেনাবাহিনী পক্ষ থেকে প্রয়োজনীয় জিনিস পত্র পেয়ে আমরা খুবই খুশি।

তারা আরোও বলেন, পার্বত‌্য এলাকায় সন্ত্রাস দমনের পাশাপাশি সেনাবাহিনী মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। এই বাজারের মাধ‌্যমের প্রান্তিক কৃষক পেলো ন‌্যায‌্য মূল‌্য এবং নিম্ন আয়ের মানুষ পেলো খাদ‌্য সহায়তা। শেয়ার করুন।