মাদক অস্ত্র গুলিসহ আটক ৭
আমার বাংলা টিভি ডেস্ক রিপন মারমা, কাপ্তাই /রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলা বরকল উপজেলাধীন পাংকুয়া সম্প্রদায়ের ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে পাওয়া গেছে অস্ত্র,ভারতীয় গুলি ও নিষিদ্ধ মাদক আইচসহ ভারত সীমান্তবর্তী বড় হরিণাস্থ কর্ণফূলী নদীর পাড় থেকে আটক করা হয়
বরকল সার্কেলের দায়িত্বে থাকা এএসপি মো. আব্দুল আউয়াল চৌধুরী বলেন, বরকল থানা পুলিশ ও বিজিবি’র যৌথ অভিযানে আটককৃত সন্ত্রাসীদের কাছ থেকে আমরা অস্ত্র ও তাজা গুলিসহ প্রায় ৯৭০ গ্রাম আইচ সদৃশ কোকেন জাতীয় মাদক উদ্ধার করেছি। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক রাখার অপরাধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, বুধবার বরকল থানাধীন বড়হরিণা বিজিবি ক্যাম্পের সামনে কর্ণফূলী নদীর পাড়ে বিজিবি ও বরকল থানা পুলিশের যৌথ চেকপোষ্টে তল্লাসী চালায়। এ সময় থানজৌয়াল পাংকুয়া (১৬), হওয়াংপুইয়া পাংকুয়া (৩৮), আদি পাংকুয়া (১৬), লাললম পাংকুয়া (২৫), এলবিট পাংকুয়া (২০)-কে প্রাথমিকভাবে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে ২০ পিছ গুলি, ৯৭০ গ্রাম কোকেন যা আইস সদৃশ, ০.২২ বোরের ১২টি গুলির খোসা, নোপালি ডিএমএস দুই জোড়া বিশেষ বুট ও তিন প্যাকেট টেষ্টিং সল্ট পাওয়া যায়।
এই ঘটনারপরপর আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হয়। এসময় গ্রেফতারকৃত আসামীরা তাদের নির্দিষ্ট জায়গায় অস্ত্র মজুদ রাখার তথ্য দিলে তাদেরকে সাথে নিয়ে বিজিবি-পুলিশের সদস্যরা বৃহস্পতিবার সারাদিনই অভিযান পরিচালনা করে।
এসময় বরকলের হালাম্বা এলাকায় গিয়ে আটককৃত থানজৌয়াল ও লাললম পাংকুয়ার নিজ বসতঘর হতে এবং তাদের অন্য দুই সহযোগীকে আটক করে। তারা হলো- জৌরাম (২৩) ও লিয়ান্না পাংকুয়া (৫১)। তাদের কাছ থেকে মোট চারটি অস্ত্র উদ্ধার করে।