রাউজান বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী জসিম সিকদার

রাউজান বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গত  সংসদ নির্বাচনে রাউজান থেকে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন সিকদার। 

ঈদ মোবারক
♦ জসিম উদ্দিন সিকদার ♦

আমার বাংলা টিভি ডেস্কঃ আসসালামু আলাইকুম আমার প্রিয় রাউজান বাসী ও বিদেশে অবস্থানরত সর্বস্থরের জনসাধারণ, সকল বন্ধু বান্ধব, ও আত্মীয়স্বজন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা ও সালাম।

ঈদে আমার প্রিয় রাউজানের সর্বস্থরের জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময়য়ের কথা থাকলেও মহামারী করোনার কারণে সামাজিক দূরত্ব রক্ষা করতে হচ্ছে বিধায় আপনাদের সাথে দেখা করতে পাচ্ছিনা বিধায় আপনারা ক্ষমা করবেন আমাকে। আমি রাউজানের সর্বস্থরের মানুষের পাশে ছিলাম, আছি,থাকবো।

সবাই সতর্ক থাকুন, নিরাপদ ও ঘরেই থাকুন।

জসিম উদ্দিন সিকদার
রাউজান থেকে গত সংসদ নির্বাচনে
বিএনপির মনোনীত প্রার্থী।শেয়ার করুন।