রাউজানের যুবলীগ নেতা বিতান খুন

রাউজানের যুবলীগ নেতা বিতান খুন

আমার বাংলা টিভিঃ চট্টগ্রাম (রাউজান): চট্টগ্রামের রাউজান উপজেলায় বিতান বড়ুয়া (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। নিহত বিতান বড়ুয়াকে রাউজান, পশ্চিম গহিরা অংকুরি ঘোনায় ২৬ এপ্রিল (রোববার) বিকেল আনুমানিক ৪টার দিকে গুলি করে হত্যা করা হয়। সে পশ্চিম গহিরা ১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি।তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে|

বিতান বড়ুয়ার স্ত্রী জয়শ্রী বড়ুয়া টেলিফোনে জানান, স্থানীয় কমিশনার আলমগীর আলী ও তার ক্যাডার রাহুল বড়ুয়া, তুফান বড়ুয়াসহ ৮ জন কিলিং মিশনে অংশ নেয়।তারা ৪টি মোটর সাইকেল যোগে সুমেনু কমপ্লেক্সের সামনে বিতান বড়ুয়ার মৎস্য হ্যাচারির সামনে এসে হত্যাকান্ড ঘটায়। গুলির শব্দে এলাকার লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা হাটহাজারী থানার গড়দুয়ারা সড়ক হয়ে পালিয়ে যায়।

বিতান বড়ুয়ার প্রতিবেশী সবুজ বড়ুয়া জানায়, তারা প্রথমে একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে হাটহাজারী আলিফ হাসপাতলে নিয়ে যায়। সেখান থেকে পরে একটি এম্বুলেন্স যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানায়।

রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ব্যাপারে কোন মামলা হয়নি বলে পাঁচলাইশ থানা। পুলিশ জানায় তবে বিতানের স্ত্রী জয়শ্রী বড়ুয়া জানিয়েছে, তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।