যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির  সেবামূলক কর্মসূচি অব্যাহত রেখেছে

যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির  সেবামূলক কর্মসূচি অব্যাহত রেখেছে।

নিউজ ডেস্কঃ  প্রাণঘাতি করোনা ভাইরাস Covid19 সংক্রমণ রোধে‌‌ সামাজিক দূরত্ব বজায় রাখার সঠিক নিয়ম অনুসরণ করতে গিয়ে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সমাজের দৈনিক আয়ের উপর নির্ভরশীল অসহায় দুস্থ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণসহ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সেবামূলক চলমান কার্যক্রমের ষষ্ঠ দিনে বৃহস্পতিবার(২রা এপ্রিল) নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে এলাকায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি(চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি‌ ১৫০ পরিবারের মাঝে জরুরী নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় মোশাররফ হোসেন দীপ্তি বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে খাবার নেই। আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে যুবদলের নেতাকর্মীরা চট্টগ্রামের দৈনিক আয়ের ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি অব্যাহত রেখেছে। মহান আল্লাহ যেন বাংলাদেশের মানুষের প্রতি গায়েবি সাহায্য দান করেন। বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করুন।

তিনি আরো বলেন, সারাদেশে সরকারি ছুটি ঘোষণা হওয়ার পর থেকেই নগরীর বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সামগ্রী বিতরণ করে যাচ্ছি। ইনশাআল্লাহ এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় দীপ্তি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ান, সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন।

এসময় চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সহ সম্পাদক মোঃ হোসেন- উজ্জামান হোসেন, মিজানুর রহমান দুলাল, সদস্য আফছার দোলা অপু, হালিশহর থানা যুবদল নেতা সৌহরাব হোসেন শাহীন, নগর স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন এরশাদ, পাহাড়তলী থানা যুবদল নেতা আসাদ উল্লাহ রিয়াদ, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ মুজাহিদ, যুগ্ম আহবায়ক আউয়াল টিপু, ফজলে রায়হান মাহমুদ, আবুল হাসান আশিক,
আবু ছালেক, মোঃ মাহমুদ, শহিদুল ইসলাম শামীম, সিরাজুল ইসলাম সুমন, মোঃ খোকন‌, মাসুদ, আরাফাত, সাকিলসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।