যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির খাদ্য সামগ্রী বিতরণ
নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপের এই সময়ে সতর্কতা অবলম্বন করে নাগরিকদের ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি জনাব মোশাররফ হোসেন দীপ্তি।
শুক্রবার(১০ই এপ্রিল) সকালে তিনি নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব ব্যাংক আবাসিক এলাকায় হত দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, আকবরশাহ থানা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দিন কোম্পানী, আকবরশাহ থানা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ ইউনুছ, থানা যুবদল নেতা খালেদ সাইফুল্লাহ, ওয়ার্ড যুবদল নেতা রাসুল আমিন, ফায়সাল খান, সাইফুল ইসলাম রনি,লিটন, রুবেলসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।