যুবদলের পক্ষে হাবিব উল্লাহ’র কুলখানি উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোআ মাহফিল অনুষ্ঠিত

 

আমার বাংলা টিভি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি, সাবেক ছাত্রনেতা মোশাররফ
হোসেন দীপ্তি’র শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব হাবিব উল্লাহ’র কুলখানি উপলক্ষে আকবরশাহ থানা যুবদলের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোআ মাহফিল আজ ৪ জুন বৃহঃস্পতিবার বাদ জোহর অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, আলহাজ্ব হাবিব উল্ল্যাহ সাহেব অত্যন্ত ধার্মিক, সৎ, সজ্জন ও সামাজিক ব্যক্তি ছিলেন। একজন সমাজ হিতৈষী হিসেবে এই অঞ্চলের মানুষের মনে তিনি চির অমর হয়ে থাকবেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তার পরিবারের সদস্যদের জানাই গভীর সমবেদনা। দোআ করি মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিন যেন উনাকে জান্নাত নসীব করেন। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন আকবর শাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা অলি উল্ল্যাহ। মোনাজাতে মরহুম হাবিব উল্ল্যাহ’র রুহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতের মেহমান হিসাবে কবুল করার জন্য আল্লাহ্’র দরবারে দোআ করেন। অসুস্থ মোশাররফ হোসেন দীপ্তিসহ পরিবারের সবার সুস্থতার জন্যও দোআ করেন।

এসময় উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সি.সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি আজমুল হুদা রিংকু, আবদুল গফুর বাবুল, হেলাল হোসেন, মোহাম্মদ সাগির, গিয়াস উদ্দিন টুনু, মোহাম্মদ ইউসুফ, শওকত খান রাজু, মেজবাহ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন পিন্টু, ইব্রাহিম খলিল সবুজ, মোঃ রুবেল, ইব্রাহীম হোসেন সাদ্দাম প্রমুখ। শেয়ার করুন।