বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী।
আমার বাংলা টিভি ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।
রাশেদ চৌধুরীর সব নথি মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার খতিয়ে দেখতে শুরু করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের পলিটিকো পত্রিকা এ তথ্য জানিয়েছে।
খুনি রাশেদ চৌধুরীর নথি তলবের পর তা খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র প্রশাসন। এরপর তার রাজনৈতিক আশ্রয় বাতিল হতে পারে। তিনি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারও হতে পারেন। amarbangla.tv
খুনি রাশেদ চৌধুরী ১৯৯৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তবে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণার পর সেই রায়ের কপি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। তারপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন বৈঠক ও টেলিফোন আলাপে খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাওয়া হয়। সে অনুযায়ী রাশেদ চৌধুরীর নথি তলব করে যুক্তরাষ্ট্র। শেয়ার করুন।