যুক্তরাষ্ট্রে হ্যান্ড স্যানিটাইজারে ক্ষতিকর উপাদান

যুক্তরাষ্ট্রে হ্যান্ড স্যানিটাইজারে ক্ষতিকর উপাদান।

 

আমার বাংলা টিভি আন্তর্জাতিক ডেস্ক : এতে রয়েছে মিথানল, বেনজেথোনিয়াম ক্লোরাইড, ট্রিকলোসান। এসব উপাদান ত্বকে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। স্যানিটাইজার লাগানোর পরে যেহেতু আর হাত ধোয়া হয় না, তাই ওই হাতে খাবার খাওয়াও ঝুঁকির। amarbangla.tv

ক্লিনকেয়ার নোজার্ম ও লাভারজেল নামে দু’টি হ্যান্ড স্যানিটাইজারের নমুনা পরীক্ষায় ৮১ শতাংশ পর্যন্ত মিথানল বা উড অ্যালকোহল পেয়েছে খাদ্য ও ওষুধ প্রশাসন। এ কারণে অলক্লিন হ্যান্ড স্যানিটাইজার, এস্কবায়োকেম হ্যান্ড স্যানিটাইজার, ক্লিনকেয়ার নোজার্ম, লাভারজেল হ্যান্ডস্যানিটাইজার, গুডজেল অ্যান্টিব্যাক্টেরিয়াল হ্যান্ড সানিটাইজার, ক্লিনকেয়ার অ্যাডভান্স, ক্লিনকেয়ার নোজার্ম অ্যাডভান্স, সানিডার্ম অ্যাডভান্স ও ক্লিনকেয়ার হ্যান্ড স্যানিটাইজার নিষিদ্ধ করা হয়েছে। সিএনএন শেয়ার করুন ।