(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
শোক বার্তা
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম বায়তুশ শরফের পীর ছাহেব মাওলানা কুতুবউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এনামুল হক এনাম। বৃহস্পতিবার ২১মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানান তিনি।
শোক বার্তায় এনামুল হক এনাম বলেন, মরহুম মাওলানা কুতুবউদ্দিন ছিলেন একজন বিনয়ী, নম্র, সদালাপী ও বহু গুনের অধিকারী। তিনি ছিলেন উপমহাদেশের প্রথিতযশা আলেম ও বায়তুশ শরফের প্রয়াত পীর ছাহেব কেবলা মরহুম হযরত মাওলানা আব্দুল জব্বার (রঃ) এর সুযোগ্য উত্তরসুরী। মরহুম আব্দুল জব্বার ছাহেবের মৃত্যের পর তার প্রতিষ্টিত মসজিদ, মাদরাসা গুলোকে নিজের সন্তানের মতো বুকে আগলে ধরে দ্বীনের আলোকে প্রসারিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে গেছেন। দেশের বর্তমান এই ক্রান্তিকালে তার মতো একজন হক্কানী আলেমে দ্বীন এর বড় প্রয়োজন ছিল।
মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার এই চলে যাওয়া এদেশের ধর্মপ্রাণ মুসলমান ও দ্বীনি প্রতিষ্টান গুলোর অপূরণীয় ক্ষতি হয়েছে। যা কখনো পূরণ হবার নয়। পরিশেষে এনামুল হক এনাম মরহুম পীর ছাহেব মাওলানা কুতুব উদ্দিন ও বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মরহুম মাওলানা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত করেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শেয়ার করুন।