ভোট চোর, ত্রাণ চোরদের বিষয়ে সজাগ থাকতে হবে আবুল হাশেম বক্কর

আমার বাংলা টিভি ডেস্কঃ ভোট চোর, ত্রাণ চোরদের বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের মানুষ প্রথম ভোট চোর দেখেছিল, করোনার এ দূর্যোগে গরীবের জন্য বরাদ্ধকৃত ত্রাণ চোরও দেখেছে এবার। এদের বিষয়ে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। সোমবার ( ৪ মে ) নগরীর এনায়েত বাজার বাটালী রোড়স্থ নিজ বাসভবন থেকে করোনায় লকডাউনে থাকা কর্মহীন গরীব আসহায় মানষের জন্য বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রী প্রেরণকালে এ কথা বলেন।

এসময় আবুল হাশেম বক্কর বলেন, ক্ষুধার যন্ত্রনা নিয়ে দরিদ্র অসহায় মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছে। জনগণের ত্রাণ লুটপাট করে কাগজে কলমে ত্রাণ দেওয়া হচ্ছে বললেও তার বাস্তব চিত্র ভিন্ন। গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করছে সরকার সে ব্যপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। উল্টা গার্মেন্টসহ কলকারখানা খুলে দিয়ে শ্রমিকদের জীবনকে চরম ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশে এখন কি পরিমাণ যে বাটপারি চলছে তা বলে শেষ করা যাবে না। একদিকে শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করছে, অপরদিকে সরকার তাদের জীবন ঝুকিতে ফেলছে। ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর থেকে ঘোষণা করা হলো সারা দেশ বিপদজনক, আর ২৫/২৬ এপ্রিল সব গার্মেন্ট খুলে দেয়া হলো। তাহলে কেন শুধু শুধু এসব শ্রমিকদের নিয়ে খেলা হচ্ছে। এরা তো দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। তাদের নিরাপদ রাখলে দেশ নিরাপদ থাকবে। অথচ সরকার এ শ্রমিকদের জীবন নিয়ে ছিনি মিনি খেলছে। মালিকরা ঠিকই নিরাপদে অবস্থানে থেকে প্রণোদনা পাচ্ছে। কিন্তু শ্রমিকরা বেতন পাচ্ছে না, অনেক কারখানায় শ্রমিকদের ছাটাইও করা হচ্ছে।

সে বলেন,বর্তমান দেশের দূর্যোগকালীন সময়ে কে শ্রমিক, কে মালিক, কে ধনী, কে গরিব কোন মানুষ কোন দল করে তা বিবেচনা না করার সময় না। মানুষ হিসাবে মানুষের পাশে দাড়ানো সামর্থবান যারা আছে তাদের কর্তব্য। করোনা দূর্যোগের শুরু থেকে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা ব্যক্তিগত ও দলীয়ভাবে অসহায় মানুষদের পাশে দাড়াচ্ছে। অপরদিকে তিন বার ভোট চুরি করে ক্ষমতায় আসা আওয়ামীলীগের নেতাকর্মীরা সারাদেশে গরীব অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত চাল ডালসহ ত্রাণ সামগ্রী অত্মসাত করছে। তারা কফিনের কাপড় পেলেও সেটা পর্যন্ত চুরি করবে বলে তাদের নেত্রী মন্তব্য করেছেন, সে দলের কাছ থেকে ভাল কিছু জাতি আশা করে না।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক সালাহউদ্দীন লাতু, সদস্য আলমগীর আলী, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ, যুবদল নেতা মো. নওশাদ, কোতোয়ালী থানা বিএনপির প্রচার সম্পাদক মো. রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।নিউজটি শেয়ার করুন।