ভারতে মসজিদে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার বর্জনের আহ্বান

ভারতে মসজিদে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার বর্জনের আহ্বান। 

আমার বাংলা টিভি আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর প্রদেশের বরেলির দরগা আলা হজরতের মুফতি নাস্তার ফারুকি বলেন, ইসলাম ধর্মে অ্যালকোহল নিষিদ্ধ। তাই মুসলিমদের অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা উচিত নয়। অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা হলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে।

তিনি বলেন, ঈশ্বরের বাসস্থান অপবিত্র হতে দেয়া যাবে না। অপবিত্র স্থানে নামাজ পড়া যায় না। জেনেশুনে একটি মসজিদকে অপবিত্র করা মানে পাপ করা।

অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারের বদলে তিনি মসজিদ চত্বরে সাবান, ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু দিয়ে ভালো করে হাত ধোয়ার বিষয়টি তুলে ধরেছেন। amarbangla.tv

ভারতের কিছু মন্দির চত্বরেও অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহারের বিরুদ্ধে মত দিয়েছেন এই মাওলানা। আমাদের সময় শেয়ার করুন।