আমার বাংলা টিভি ডেস্ক : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) করোনা ভাইরাসের (কোভিড-১৯) সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স উন্মোচন ও করোনা শনাক্তকরণ কিট উদ্ভাবন করেছে বলে জানিয়েছে। মঙ্গলবার (১৯ মে) এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান এনআইবির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ।
এনআইবির মহাপরিচালক বলেন, কার্যকরভাবে করোনা মোকাবিলার অংশ হিসেবে দেশে এ সংক্রান্ত গবেষণা, এর জিনোম সিকোয়েন্স নির্ণয় অত্যন্ত জরুরি। বাংলাদেশ থেকে ইতোমধ্যে বেসরকারিভাবে দুটি প্রতিষ্ঠান এ ভাইরাসের জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে। এনআইবিতে নেক্সট জেনারেশন সিকোয়েন্স করার যন্ত্র না থাকলেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমানের প্রত্যক্ষ নির্দেশনায় ও সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় জিনোম সিকোয়েন্স নির্ণয়ের এ জটিল কাজটি করা সম্ভব হয়েছে।
‘এ পর্যন্ত ১টি নমুনার জিনোম সিকোয়েন্স সম্পন্ন করা হয়েছে। আরও ৭ টি নমুনার জিনোম সিকোয়েন্স নির্ণয়ের কাজ প্রক্রিয়াধীন। প্রাথমিক পর্যবেক্ষণে প্রতীয়মান হয়েছে যে, এনআইবি’র সিকোয়েন্সকৃত জিনোম মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন ও ইতালির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এনআইবির পাওয়া সিকোয়েন্সে কিছু পরিবর্তন দেখা গেছে। আরও বিশ্লেষণের মাধ্যমে এ ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব হবে।’শেয়ার করুন।