বোয়ালখালীতে গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা, রুখে দাঁড়ালো কিশোরী

কালা দাস (৩৫)

আমার বাংলা টিভি ডেস্কঃ বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালীতে এক কিশোরীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে কালা দাস (৩৫) নামের এক যুবক। এ সময় কিশোরী(১৬) রুখে দাঁড়ালে পালিয়ে যান কালা দাস।

উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা ভান্ডালজুড়ি ঘাট এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত কালা দাস ওই এলাকার মৃত হরি কুঞ্জ দাসের ছেলে।

এ ঘটনায় কিশোরীর পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি গান-বাজনা ও মাছ ধরে সংসার চালান।

কিশোরীর পিতা জানান, গত বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে বাড়ির কাছে রতন বড়ুয়ার দোকানে ঘরের জন্য সদাই-পাতি কিনতে গেলে স্থানীয় বাসিন্দা কালা দাস মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় মেয়ে এর প্রতিবাদ জানিয়ে শোর চিৎকার করলে কালা দাস পালিয়ে যায়।

কালা দাস মাদক সেবন করে প্রায় সময় মাতাল হয়ে থাকে বলে জানিয়ে এলাকাবাসী বলেন, কালা দাসের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও রয়েছে। ওই মামলায় সে গ্রেফতারও হয়েছিলো।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, ওইদিন কিশোরী রুখে দাঁড়ানোয় কালা দাস পালিয়ে গিয়েছিল। এ ঘটনা জানতে পেরে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। কালা দাস প্রায় সময় এলাকার নারীদের উত্ত্যক্ত করে। তাঁর বিরেুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে বলে জানান মোহাম্মদ মোকারম।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়ে থানার একজন উপ-পরিদর্শককে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।