বোম্বে চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন

বোম্বে চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। 

বিনোদন ডেস্কঃ  তার বয়স হয়েছিল ৩৪ বছর। রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

টাইমস নাওয়ের সাংবাদিক মেঘনা প্রসাদ তার টুইটার বার্তায় বলেন, সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। তার মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। amarbangla.tv

এ খবর পেয়ে নন্দিত নির্মাতা অনুরাগ কাশ্যপ টুইট করে বলেন, ‘কী বলে… এটা সত্য নয়!’ গওহর খান তার টুইটার বার্তায় বলেন, ‘হায় হায়…কী ঘটছে?’

জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’ থেকে উঠে আসা সুশান্ত সিং রাজপুতের বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অনেক সিনেমায় অভিনয় করেন যার মধ্যে ‘পিকে’, ‘কেদারনাথ’, ‘শুধ দেশি রোমান্স’ ও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সুশান্তকে তারকার খ্যাতি এনে দিয়েছে ।

এক সপ্তাহ আগেই সুশান্ত সিং রাজপুতের সাবেক পরামর্শক দিশা সালিয়ান আত্মহত্যা করেন। এ খবরে স্তম্ভিত হয়ে পড়া সুশান্ত সিং তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘এটা অনেক বিপর্যয়কর সংবাদ!’

পর্দার ধোনি’ সুশান্তের মৃত্যুতে শোকাহত ক্রিকেটাঙ্গন বলিউডের উঠতি তারকা সুশান্ত সিং রাজপুত। পরপর কয়েকটি হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে নিজের জন্য আলাদা জায়গা করে নিয়েছিলেন সুশান্ত । কিন্তু আজ আচমকা এলো তার মৃত্যুর খবর। পর্দায় মহেন্দ্র সিং ধোনির রূপ দেয়া সুশান্তের মৃত্যুতে কাঁদছে লাখো ভক্ত। amarbangla.tv

মাত্র ৩৪ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করার সিদ্ধান্ত, তা বাস্তবায়নও করেছেন। নিজের কাজের মাধ্যমে কোটি দর্শককে মোহাবিষ্ট করা সুশান্ত সিং রাজপুত সবাইকে ভাসিয়েছেন শোকের সাগরে।

কাই পো চে, এমএস ধোনিঃ দ্য আনটোল্ড স্টোরিতে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করা সুশান্ত ক্রিকেট মহলে বেশ জনপ্রিয় নাম। তাই তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না ক্রিকেটাঙ্গনের অনেকেই।

শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং ও রবী শাস্ত্রীসহ একঝাঁক ভারতীয় তারকা ক্রিকেটার সুশান্তের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছে। সেই সঙ্গে হরভজন সিং, মোহাম্মদ কাইফ, ক্রুনাল পান্ডিয়া, ইরফান পাঠান, প্রজ্ঞান ওঝা, আকাশ চোপড়া, ঋদ্ধিমান সাহা, সুরেশ রায়না, অনিল কুম্বলে ও শিখর ধাওয়ানও রীতিমত বাকরুদ্ধ এ তারকাকে হারিয়ে। শেয়ার করুন।