বেসরকারি কারা পরিদর্শক আজিজ এর মায়ের ইন্তেকাল

আমার বাংলা টিভি ডেস্কঃ আজ সকাল ৯ টায় হঠাৎ স্টোক করে বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ এর মমতাময়ী মা (হোসেন বানু ৬৭ বছর) ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন।

তিনি ছোটপোল আমিরুজামান সরকার বাড়িতে চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ বাদে যোহর দুপুর ২টায় ছোটপুল শেখ দেওয়ান আলী জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এবং পারিবারিক কবস্থানে দাপন করা হয়।

আজিজুর রহমান আজিজ এর মায়ের মৃত্যুতে পরিবার, সমাজ, রাজনৈতিক অঙ্গনে ও নেমে এসেছেন শোকের ছায়া। দোয়া করবেন যেন মহান আল্লাহ্ তায়ালা আজিজ এর মমতাময়ী মাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।