বিশ্বকাপ পিছিয়ে আইপিএলের আয়োজন করলে মানবে না পিসিবি।
আমার বাংলা টিভি ডেস্কঃ করোনার তাণ্ডবের মধ্যেই আইসিসির বৈশ্বিক আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবার কথা। তবে এই টুর্নামেন্ট আদৌ হবে কীনা তা নিশ্চিত নয়। এনিয়ে বৃহস্পতিবার সভায় বসেছিলো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। শেষ পর্যন্ত সিদ্ধান্ত ছাড়াই মুলতবী হয় সভা। আগামী ৩০ জুন এই সভা অনুষ্ঠিত হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ কোনোভাবেই পেছাতে পারবে না আইসিসি। amarbangla.tv
মাত্রই মে মাস শেষ হচ্ছে। হাতে আরও বেশ কয়েক মাস সময় রয়েছে। আইসিসির উচিত অপেক্ষা করা, করোনাভাইরাসের জন্য পরিস্থিতি কী দাঁড়ায় সেটা দেখা। অন্তত আরও দু’মাস পর বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
বিশ্বকাপ পিছিয়ে যদি আইপিএল অনুষ্ঠিত করা হয় সেটি কোনোভাবেই মেনে নেয়া হবে না। আইসিসি ইভেন্ট তো আর আইপিএলের ঊর্ধ্বে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ নিয়ে কাজ করার কোনো সুযোগ নেই আইসিসির। amarbangla.tv
বিশ্বকাপ পেছানোর সিদ্ধান্ত হয়নি, আইপিএল নিয়ে ভারতীয় পত্রিকার খবর ভিত্তিহীন: আইসিসি
গত কয়েকদিন ধরে ভারতীয় সংবাদপত্রে একটি খবর ঘুরে বেড়াচ্ছে। তা হলো- পেছাচ্ছে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওই সময়ে অনুষ্ঠিত গবে ভারতীয় লিগ আইপিএল। এমনকি তাদের প্রতিবেদনে বলা হচ্ছিলো আইসিসি এমন সিদ্ধান্ত নিয়েও ফেলেছে, আনুষ্ঠানিক ঘোষণা বাকি। কিন্তু আজ বিকেলেই জানা গেলো এসব খবর ভিত্তিহীন।
ভারতীয় গণমাধ্যমের সব প্রতিবেদনকে উড়িয়ে দিয়ে আইসিসি জানিয়েছে, আগামী বোর্ড মিটিংয়ে আলোচনা হবে করোনা মহামারির বিষয়ে। বিশ্বকাপ পিছিয়ে দেয়ার কোনো সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। বরং পুরো কমিটিই চাচ্ছে এ বছরই বিশ্বকাপ আয়োজন সম্পন্ন করতে। amarbangla.tv
এ বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু পুরো আসরের জন্য একটিমাত্র বাধা রয়েছে। সেটা হলো বিদেশি নাগরিকদের অস্ট্রেলিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। ঠিক কবে এ নিষেধাজ্ঞা উঠবে সেটা এখনই বলা যাচ্ছে না। যদিও করোনা নিয়ন্ত্রণে বেশ সফল অস্ট্রেলিয়া।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড চাচ্ছে তাদের এ মৌসুমের আইপিএলটাও মাঠে গড়াক। কেননা সেটা না হলে প্রায় ৪ হাজার কোটি টাকা ক্ষতি হবে দেশটির ক্রিকেট বোর্ডের। আর বছরের সূচিতে কোনো ফাঁকা জায়গা নেই, যেখানে টুর্নামেন্টটি আয়োজন করবে তারা। বিশ্বকাপ পেছানোই তাদের একমাত্র পথ। শেয়ার করুন।