বিমানবন্দরে বাধ্যতামূলক কোভিড টেস্ট করে ঢুকতে হবে আরব আমিরাতে
আমার বাংলা টিভি আন্তর্জাতিক ডেস্ক : ইউএই সরকার বৃহস্পতিবার (২৩ জুলাই) ঘোষণা করেছে যে, সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দর দিয়ে যে দেশেই যাত্রা করুক না কেন দেশটির নাগরিক, বাসিন্দা, পর্যটক এবং ট্রানজিট যাত্রীসহ প্রত্যেক যাত্রীকে কোভিড-১৯ পিসিআর পরীক্ষা করা বাধ্যতামূলক।
১ আগস্ট থেকে পিসিআর টেস্ট কার্যকর করা হবে সংযুক্ত আরব আমিরাতের সব বিমানবন্দরে। দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং অন্য যে কোনও দেশের নাগরিক যারা প্রয়োজনে ভ্রমণ করছেন তাদের কোভিড-১৯ পরীক্ষা করে প্লেনে উঠতে হবে। amarbangla.tv
নাগরিক ও বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা ও করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এই নতুন নিয়ম সংযুক্ত আরব আমিরাতে পরিচালিত সকল এয়ারলাইন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে। শেয়ার করুন।