বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটনের মায়ের মৃত্যুতে আবদুল মান্নানের শোক বার্তা

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌঃ লিটনের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির নেতা আলহাজ্ব আবদুল মান্নান। 

শোক বার্তা

আমার বাংলা টিভি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চট্টগ্রাম মহানগর এর যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটনের মমতাময়ী আম্মা আমাতুন নূর বেগম ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

আজ ১৮ মে সোমবার রাত সাড়ে নয়টার সময় নগরীর চন্দনপুরাস্থ বাসভবনে বার্ধক্য জনিত কারনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৬ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মঙ্গলবার সকাল ১১ টায় বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী মুজাহিদ চৌধুরী পাড়াস্থ আবদুল মজিদ মাতব্বর বাড়ীর পূরান জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

চট্রগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবাের প্রতি সমবেদনা জানান। শোক বার্তায় তিনি বলেন, মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমীন !