আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি একটি উদার অসাম্প্রদায়িক চেতনার রাজনৈদিক দল। বিএনপির শাসনামলে হিন্দু, বৌদ্ধসহ সকল ধর্মের মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করেছে।
আওয়ামীলীগ নিজেদের অসাম্প্রদায়িক দাবি করলেও তারা উগ্র সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাদের শাসনামলেই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের উপর হামলা, ভাংচুর ও নির্যাতন বেশি হয়েছে। প্রকাশ্যে দিবালোকে বিশ্ব জিৎকে তাদের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগেড়র সন্ত্রাসীরা হত্যা করেছে। আমাদের ছাত্র সমাজকে সচেতন হতে হবে। amarbangla.tv
আওয়ামীলীগের অপরাজনীতি, দুর্নীতি, গণতন্ত্র হরণ ও ভোট ডাকাতিসহ দেশের স্বাধীনতা স্বার্ভৌমত্ব রক্ষায় ছাত্র সমাজকে প্রহরীর ভূমিকায় জেগে থাকার আহবান জানান তিনি।
আজ ২৬ জুলাই রোববার নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ নিজ বাসভবনে নবনির্বাচিত জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করতে আসলে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। amarbangla.tv
এসময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মুর্তজা খান, জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম কেন্দ্রীয় সভাপতি রাজীব ধর তমাল, চট্টগ্রাম মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লু, সিনিয়র সহ-সভাপতি বাপ্পী দে, সহ-সভাপতি সুমন দত্ত, লিটল দাশ, অসিম বণিক, সাধারণ সম্পাদক সুকান্ত তালুকদার জুয়েল, সি. যুগ সম্পাদক প্রকৌশলী সুব্রত সেন, যুগ্ম সম্পাদক রুবেল দাশ, মিথুন দাশ, সাংগঠনিক সম্পাদক জীবন মিত্র রাজ, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন কান্তি নাথ, দপ্তর সম্পাদক রাজিব দত্ত, সদস্য সীমান্ত বসাক, প্রান্ত বসাক ও সুমন ধর প্রমূখ উপস্থিত ছিলেন। শেয়ার করুন।