চট্টগ্রামে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন বিএনপির নেতা –এস, কে, খোদা তোতন।
আমার বাংলা টিভি ডেস্কঃ বর্তমানে সারাবিশ্বে এক আতঙ্কের নাম হলো করোনো ভাইরাস,এই ভাইরাসে সংক্রামিত হয়ে সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছ প্রায় ২, লক্ষ। মরণঘাতী এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সরকার গত (২৬, মার্চ) থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা দেওয়ার মাধ্যমে দেশে চলছে অঘোষিত লকডাউন।
দেশের এই দুর্যোগ মূহুর্তে দলমত নির্বিশেষে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারাদেশে অসহায় কর্মহীন দিনমজুর মানুষ গুলোর পাশে দাড়িয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তারেক রহমানের নির্দেশনা মেনে (২৬, মার্চ) থেকে চট্টগ্রাম মহানগরীর ৪১,টি ওয়ার্ডে গৃহহীন শ্রমিক ইউনিয়ন, ভ্যানচালক ,ঠেলা গাড়ী চালক ,লোড-আনলোডিং ও সাধারন শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমীক ও কর্মচারী ইউনিয়ন, হালকা মটরযান চালক শ্রমিকইউনিয়ন, নারী উন্নয়ন মঞ্চ এবং বিভিন্ন পেশার সাধারন অসহায় কর্মহীন, হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও নগর বিএনপির সহ-সভাপতি এস,কে, খোদা তোতন।
এস,কে, খোদা তোতন বলেন, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মটর চালক সংগঠন এবং নির্মাণ শ্রমিক সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের তালিকা করে নগরীর ৪১,টি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। দেশের এই দুর্যোগ মূহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম মহানগর বিএনপি ও সহযোগী সংগঠন গুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন দেশের এই ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান সকলে এগিয়ে আসলে অসহায় মানুষ গুলোর কষ্ট কিছুটা হলেও কমবে।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম মহানগর এবং জেলায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অসহায় দিনমজুর কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।