বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমার বাংলা টিভি ডেস্কঃ বিএনপির মহাসচিব। তিনি বলেন, সাধারণ ও কম আয়ের মানুষ বাসে ওঠে। বাসের ভাড়া বাড়িয়ে দেওয়া হলো কার স্বার্থে। মালিকদের আবার প্রণোদনা অনুদান দিচ্ছেন। পুরো বিষয়টি হয়েছে লুটপাটের জন্য। পুরোপুরি লুটপাট। শুধুমাত্র দুর্নীতির কারণে চরমভাবে সুযোগ নিচ্ছে সবাই।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি জানি না জাফর উল্লাহ সাহেবের উদ্ভাবিত কিট এখনো পর্যন্ত কোন অবস্থাতে আছে। কিটস নিয়েও কিভাবে ব্যবসা হচ্ছে বাণিজ্য হচ্ছে।
তিনি প্রশ্ন করেন, মানুষের এই দুর্দিনে যারা মানুষের স্বাস্থ্য ও জীবনকে নিয়ে পুঁজি করে ব্যবসা করার বাণিজ্য করার দুর্নীতি করার সুযোগ দেয় এই সরকারকে কি আমরা দুর্নীতি মুক্ত সরকারকে বলতে পারব ? amarbangla.tv
সরকারের সমন্বয়হীনতা, দায়িত্বহীনতা সিদ্ধান্তহীনতা, উদাসীনতা আবারও দায়ি করে মির্জা ফখরুল সরকারের একলা চলো নীতির সমালোচনা করলেন।
তিনি বলেন, এটা পুরোপুরি ভাবে উদ্দেশ্য প্রণোদিত। মনেই হয় না সরকার আছে। সরকারের এক এক ডিপার্টমেন্ট একেক ধরনের সিদ্ধান্ত দিচ্ছে। দোকান খোলার সিদ্ধান্ত দেয়া হল কিন্তু দোকান মালিকরা বললেন আমরা দোকান খুলবো না। সরকারের সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নাই। ঈদের আগে মার্কেট খোলা রাখা হলো কারণ ইকোনমিক চাঙ্গা রাখতে হবে। মানুষতো যায়নি ঈদের বাজার করতে। সবকিছু খুলে দেওয়ার পরেও আপনারা দেখুন রাস্তায় যে হারে জ্যাম থাকার কথা ছিল সে হারে নেই। amarbangla.tv
হোয়ার ইজ গভারমেন্ট? সরকার কোথায় প্রশ্ন মির্জা ফখরুলের
বিএনপি মহাসচিব বলেন, সরকার প্রণোদনার নামে ঋণ দিয়েছে। এটা একটা কৌশল। এই কৌশলের কারণে গোলাগুলি হচ্ছে। এক ব্যাংকের ডিরেক্টর আরেক ব্যাংকের ডিরেক্টরকে ধরে নিয়ে আসছে বাসায়। তাকে বন্দুক ধরছে। তারা আবার এয়ার অ্যাম্বুলেন্স করে চলেও গেছে।
মির্জা ফখরুল বলেন, আমরা কিছু বললেই তারা বলে আমরা উস্কানি দেওয়ার চেষ্টা করছ। সমালোচনা করছি। একজন তো প্রায় বলে থাকেন বিষোদগার করছি। আমরাতো বিষোদগার করে আপনারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন সেটা তো বলছি না। আমরা বলছি আপনারা ব্যর্থ হচ্ছেন। এটা পারছেন না করতে। জিনিসটা করা উচিত ছিল। amarbangla.tv
তিনি বলেন, এই জিনিসগুলো বারবার করে আমরা বলেছি কিন্তু ওদের কানে তুলো দিয়েছে। যা খুশি বলেন আমাদের কিছু যায় আসে না। আমরা তো আছি।
মির্জা ফখরুল বলেন, আপনারা থাকেন। জনগণের চাহিদা এবং আশা যদি পূরণ করা না যায় আর ভয়াবহ দুর্যোগ নেমে আসে তাহলে কিন্তু,,,
সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপোরসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেয়ার করুন।