বিশিষ্ট রাজনীতিবিদ; দেশ বরেণ্য আইনজীবী; চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি;বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র আইনজীবী এডঃ মোঃ কবির চৌধুরী এর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপির শোক প্রকাশ।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য. জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট কবির চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে এগারটায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিকে কবির চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোঃ নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সিঃ যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম কবির চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টা কালিন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। চট্টগ্রামে বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিনত করতে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তার মৃত্যুতে বিএনপি ও আইনজীবী সমাজ একজন অভিভাবককে হারাল। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তার কর্মগুনেই তিনি আমাদের মাঝে বেচে থাকবেন। তার অবদান বিএনপি আজীবন শ্বরণে রাখবে।
তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা জনাব কবির চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে সদরঘাট থানা বিএনপি নেতা মোঃ করিম উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহ’র নিকট তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের বিদেহী আত্নার মাগ ফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন মহান রব্বুল আলামিন যেন মরহুমকে জান্নতুল ফেরদৌস নসিব করুন। আমিন। শেয়ার করুন।