বারাক ওবামা দেশদ্রোহীতা করেছেন, অভিযোগ ট্রাম্পের

বারাক ওবামা দেশদ্রোহীতা করেছেন, অভিযোগ ট্রাম্পের।

 

আমার বাংলা টিভি আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, তার পূর্বসূরী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৬ সালে ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার যোগাযোগ নিয়ে তদন্ত করে এ অপরাধ করেছেন। amarbangla.tv

ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ক সিবিএন নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদিও ট্রাম্প কিভাবে এটিকে দেশদ্রোহীতা বললেন তা নিয়ে কোনো ব্যাখ্যা করেন নি। কিন্তু ট্রাম্প বারবার বলেন, তার পূর্ববর্তী প্রশাসন মার্কিন নির্বাচনে রাশিয়া তদন্তে তার প্রচারণা দলে গুপ্তচরবৃত্তি করেছিলো।

ট্রাম্প দাবি করেন, রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রচারণা শিবিরের সম্পৃক্ততা রয়েছে এমন দাবি করার জন্য ওবামা প্রশাসনের সদস্যদের শাস্তি পাওয়া উচিত। ট্রাম্প বলেন, যদি এটি উল্টো হতো, দুই বছর আগে ২৫ জন ব্যক্তিকে ৫০ বছরের জন্য কারাবাসে যেতে হতো। আর যদি এটি ১০০ বছর বা ৫০ বছর পূর্বে হতো তাদের মৃত্যুদণ্ড দেয়া হতো। কিন্তু আমরা এখন ভিন্ন সময়ে রয়েছি। আমি বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাইছি। তারা বিরোধী দলের প্রচারণা শিবিরে গুপ্তচরবৃত্তি চালিয়েছে এবং আমরা তাদের ধরে ফেলেছি। amarbangla.tv

ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিযোগ করছেন, ডেমোক্রেট দল, বিচার বিভাগ ও এফবিআই নিজেদের ক্ষমতাকে অপব্যবহার করছে এবং তার প্রচারণা দলের সদস্যদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে তার প্রেসিডেন্সিকে খর্ব করছে।

রাম্পের বিদেশি কর্মী নিয়োগের ভিসা বাতিলের সিদ্ধান্তে ক্ষুদ্ধ অ্যামাজন, টুইটারসহ মার্কিন টেক কোম্পানিগুলো।

গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অভূতপূর্ব অবদান রাখছে। এ ঘোষণায় আমরা হতাশ।

টুইটারের জননীতি বিষয়ক কর্মকর্তা জেসিকা হেরারা ফ্লানিগান বিবৃতিতে বলেন, এই ঘোষণা যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান অর্থনৈতিক সম্পদ; এর বৈচিত্রকে খর্ব করবে। উচ্চতর-দক্ষ প্রতিভাকে অবমূল্যায়ন করা মার্কিন অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতির।

অ্যামাজনের মুখপাত্র বলেছেন, বিশ্বের সবচেয়ে যোগ্য ও দক্ষ কর্মীদের স্বাগত জানানো যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিযোগিতার বাজার ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

ফেসবুক এক বিবৃতিতে বলেছে, ট্রাম্প অভিবাসন হ্রাস করতে এখন কোভিড-১৯ মহামারীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। amarbangla.tv

টেসলার সিইও অ্যালন মাস্ক ও মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এই নির্বাহী আদেশের সমালোচনা করেছেন। প্রতিক্রিয়া জানিয়েছে উবার, পেপাল অন্যান্য কোম্পানিগুলো। বিসনেস স্ট্যান্ডার্ড

সোমবার সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে এইচওয়ানবি ভিসাসহ দক্ষ ও বিদেশি কর্মী নিয়োগের সকল ভিসা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বিদেশী কর্মীদের ‘ভিনগ্রহের প্রাণী’ সম্বোধন করেন। এই সিদ্ধান্তের আওতায় চলতি বছরের শেষ পর্যন্ত কোনো বিদেশী কর্মীকেই যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভাবে কাজ করার জন্য ভিসা দেয়া হবে না। শেয়ার করুন।