আমার বাংলা টিভি ডেস্কঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ সংগঠন ” ডাক দিয়ে যাই” এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যু বার্ষিকীতে চট্টগ্রাম বাউবি আঞ্চলিক কেন্দ্রে প্রাঙ্গনে শোক দিবস ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারন সম্পাদক ও মহসিন কলেজের ভিপি পারভেজ খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব টিপু সুলতান, উপস্থিত ছিলেন কাজী জাকির, জিৎকর , লিটন, সাকিল, জয়নাল,রিপন, রবিন,সাদিয়া, সাইফুল, রিপন দাশ, শুভ, সাজ্জাদ, সালমান, রেজাউল, আল আমিন, ওমর ফারুক, দুর্জয়, শুকলা দত্ত, প্রমি, প্রিয়া, উর্মি, কাজল, রোজি, ফাহসিন, নাইম,আজিজ, কনা, ইউসুপ,রাসেল,আবিদা, সহ কেন্দ্রীয়,বিভাগীয়, আঞ্চলিক, স্কুল ও কলেজের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্ত্যব্যে টিপু সুলতান বলেন, দল মত যার যার বঙ্গবন্ধু সবার, বাংলাদেশে সারা জীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্বত্যাগ কখনও অস্বীকার করতে পারবেনা। ডাক দিয়ে যাই সংগঠন সব সময় বর্ষীয়ান নেতাদের স্বরন করবে।