হালিশহর থানা ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রামে খেটে খাওয়া ও অসহায় গরীব মানুষের মাঝে ইফতার ইফতার বিতরণ করছেন ছাত্রদলের সভাপতি গাজী সিরাজসহ নেতৃবৃন্দ।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম এর ব্যবস্থাপনায় হালিশহর থানা ছাত্রদলের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ কবির, হালিশহর থানা বিএনপি নেতা রায়হান মাহমুদ, বিএনপি নেতা আবু জাহের, মহানগর ছাত্রদল নেতা সামিয়াত আমিন জিসান, মোহাম্মদ হানিফ, হালিশশহর থানা ছাত্রদল নেতা কামরুজ্জামান টগর, মাসুম আবদুল্লাহ, আজীজ, তাহসান আজহার, শওকত,পাহাড়তলী কলেজ ছাত্রদল নেতা ইসমাইল বাবু, যুবদল নেতা রানা প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে গাজী সিরাজ বলেন, মানুষের দুঃসময়ের পরম বন্ধু জাতীয়তাবাদী ছাত্রদল। চলমান করোনা পরিস্থিতিতে ছাত্রদল নেতাকর্মীরা জীবনবাজি রেখে মানুষের সেবা করে যাচ্ছেন যা পৃথিবীর ইতিহাসে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।ছাত্রদল সর্বদাই জনকল্যাণমুখী রাজনীতি করে।
তিনি আরো বলেন, আমাদের অনেক সহযোদ্ধা মানব সেবা করতে গিয়ে আজ মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমি তাদের এই মহৎ কর্মের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করি এবং আমার সহযোদ্ধা ভাইদের দ্রুত আরোগ্য কামনা করি।শেয়ার করুন।