বলিউডে লকডাউনের পর কোপ পড়তে চলেছে অভিনেতাদের পারিশ্রমিকে

বলিউডে লকডাউনের পর কোপ পড়তে চলেছে অভিনেতাদের পারিশ্রমিকে 

বিনোদন ডেস্ক :করোনাভাইরাসে থমকে গেছে গোটা সময়। থেমে গেছে বলিউডের ব্যস্ততাও। বন্ধ হয়েছে স্টুডিয়ো। গৃহবন্দী হয়েছেন তারকারা। এমন অবস্থায় লকডাউন পরবর্তীতে কোপ পড়তে চলেছে অভিনেতাদের পারিশ্রমিকেও। করোনার জেরে মুখ থুবড়ে পড়েছে বিশ্বের অর্থনীতি।ক্ষতির সম্মুখীন হয়েছে বম্বে ইন্ডাস্ট্রিও।

বরুণ ধাওয়ান, রণবীর সিং প্রতি ছবির জন্য ২৫ থেকে ৩০ কোটি টাকা নিতেন, সেখানে হবে কাটছাঁট। এমনকী বাদ যাবেন না দীপিকা, আলিয়া, শ্রদ্ধা কাপুররাও, যারা প্রতি ছবিতে নিতেন ৫ থেকে ১২ কোটি টাকা। ইন্ডাস্ট্রির বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর প্রভাব পড়তে চলেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। তাদের মতে, “প্রত্যেককেই তাদের প্রাপ্য অর্থে কাটছাঁট করতে হবে। কারণ সিনেমা একজনকে নিয়ে তৈরি হয় না। একটা ছবি তৈরির ক্ষেত্রে প্রথমেই বাজেটে লক্ষ্য রাখা হয়। বর্তমানে সে জায়গাটাই নড়বড়ে হয়ে গেছে।”

বাণিজ্য বিশেষজ্ঞ কোমল নাহতা বলেন, “কোনও ছবি মুক্তি পায়নি। সমস্ত ব্যবসা বন্ধের মুখে। বিপুল ক্ষতির মধ্য দিয়ে চলেছি। এ পরিস্থিতিতে পারিশ্রমিক কমানো ছাড়া আর কোনও রাস্তা নেই।” তবে তারা এও বলেছেন যে, এক্ষেত্রে পারিশ্রমিকের বদলে তারা ছবির শেয়ারও কিনতে পারেন। যেমনটি করে থাকেন শাহরুখ খান কিংবা অক্ষয় কুমার। অর্থাৎ ছবি যদি রমরমিয়ে ব্যবসা করে সেক্ষেত্রে লাভের একটা অংশ পাবেন অভিনেতারা। আর ক্ষতির মুখ দেখলে তাদেরকেও সেই মতো লভ্যাংশ দেওয়া হবে। নিউজটি শেয়ার করুন।