বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের(ইউএসটিসি) ছাটাইকৃত কর্মচারীদের আন্দোলনের সাথে বাংলাদেশ মানবাধিকার কমিশন নেতৃবৃন্দের সংহতি প্রকাশ।
আমার বাংলা টিভি ডেস্কঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) র অঙ্গ প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের সম্প্রতি লকডাউন চলাকালে অন্যায়ভাবে ছাটাইকৃত ৩৫ জন কর্মচারীর ছাটাই আদেশ প্রত্যাহারের দাবীতে ইউএসটিসি কর্মচারী ইউনিয়ন কর্তৃক ৪র্থ দিনের মত আন্দোলন চলে আসছে।
২৮ এপ্রিল ২০২০ তারিখ মঙ্গলবার সকাল ১১টাই তাদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম শাখার ডেপুটি গর্ভণর জনাব আমিনুর রহমান বাবু ও আকবর শাহ থানা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম সুমন। বিবিএমএইচ কর্তৃপক্ষকে কর্মচারীদের প্রতি মানবিক হওয়ার আহবান জানান।
আন্দোলন করেছেন বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (ইউএসটিসি) কর্মচারীরা
মানবাধিকার নেতৃবৃন্দরা বলেন বৈশ্বিক মহামারির এই মহা দূর্যোগ পরিস্থিতিতে অমানবিক ভাবে ছাটাইকৃত কর্মচারীদের চাকরিতে পুর্নঃবহাল করা উচিত।মানবাধিকার নেতৃবৃন্দ আন্দোলনরত কর্মচারীদেরকে শান্তি পূর্ণ পরিবেশ নিশ্চিতকরনের অনুরোধ জানান।এবং যে কোন পরিস্থিতিতে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক সোলায়মান, সিনিয়র সহসভাপতি আজিজুরহমান, যুগ্মসম্পাদক জমির হোসেন, আলী হোসেনের ও নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।