রমজান উপলক্ষে ফ্রী বুফে ইফতার বাজার উদ্বোধন করলেন আঃলীগের চসিক মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজসহ নেতৃবৃন্দরা।
আমার বাংলা টিভি ডেস্কঃ বৈশ্বিক মহামারি কভিড নাইন্টিনের কারণে এখন পুরো দেশ স্তব্ধ। করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি এড়াতে দেশের অধিকাংশ জেলা করা হয়েছে লকডাউন। এমতাবস্থায় সবচেয়ে বেশী বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, শ্রমজীবি মানুষের কথা ভেবে চট্টগ্রামে, রমজান উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের ব্যক্তি গত উদ্যাগে ফ্রী বুফে ইফতার বাজার উদ্বোধন করেন আওয়ামী লীগের চ.সি.ক মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুসলমানদের পবিত্র মাহে রমজান কে সামনে রেখে কর্মহীন অসহায় পরিবারের সংকটময় মুহুর্তে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের ব্যক্তিগত তহবিল থেকে অসচ্ছল পরিবারের জন্য ফ্রী বুফে ইফতার বাজার চালু করেছে। ফ্রী বুফে আইটেমে ছিলো, ভাত, চিকেন, ডিম, চনা বেগুনি, পিয়াজু, আলুরচপ, সালাত, পানি, মাল্টা, ইত্যাদি।
ইফতার বিতরণ করছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ।
উদ্বোধন করার পর চ.সি.ক মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজে বাঁচতে এবং পরিবারকে বাঁচাতে সরকারের নির্দেশনা মেনে অবশ্যই বাড়িতে অবস্থান করতে হবে। সামাজিক দুরত্ব নিশ্চিত করার মাধ্যমে করোনার ভয়াবহ প্রকোপ থেকে পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে হবে। জাতীয় সংকটময় মুহুর্তে আজিজুুুর রহমান আজিজের মতো, চারপাশের বিত্তশালীরা এগিয়ে আসলে সবার মুখে হাসি ফোঁটবে।amarbang.tv
এসময় আজিজুর রহমান আজিজ বলেন, করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্তব্দ হয়ে পড়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে উনার নির্দেশে মানবতার সেবায় কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়াতে চেষ্টা করেছি। ইতিপূর্বে আমার ব্যক্তিগত তহবিল থেকে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে চট্টগ্রাম মহানগরে কর্মহীন শ্রমজীবি-হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছিলাম। এছাড়াও মাস্ক, সাবান, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার সুরক্ষা সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি এবং আজকে বন্দর থানাধীন বারেক বিল্ডিং এলাকায় অসহায় হতদরিদ্র পথচারী( ভাসমান) মানুষের জন্য ফ্রি বুফে ইফতার বাজার চালু করেছি ক্রমে ৪১ ওয়ার্ড়ে যেকোন জায়গায় চলমান থাকবে। amarbangl.tv
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ, ইসলামিয়া কলেজ সাবেক সহ-সভাপতি মনির উদ্দিন মনি, যুবলীগ নেতা রাসেল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, ইসলামিয়া কলেজে ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃকরিম, মহানগর ছাত্রলীগের ক্রীড়াসম্পাদক আবু তারেক রনি, সহ সম্পাদক সাহারিয়ার হাসান, ইসলামিয়া কলেজ ছাত্রসংসদ এর ভিপি ফয়সাল সাব্বির, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, নগর ছাত্রলীগের উপ সম্পাদক বোরহান উদ্দিন ফরহাদ, সদস্য ফয়সাল অভি, পিংকি সাহা, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, আসিফ আলভি, ছাত্রসংসদের জিএস ডায়মন্ড, এজিএস নোমান সাইফ,বন্দর থানা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশীষ সরকার নয়ন, মোঃরাজু, নোবেল হক, রিদয়, প্রিতম, শুভ ঘোষ, আবু কায়সার তুষার, আল আমিন, রিয়াদ, আলবি, মাহফুজ, চিসতি, সজল, আকিব, অপি, সংগিতা ভট্টাচার্য, নুসরাত ইয়াসমিন ইতু, শারমিন আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস ইসতা, সুলতানা তাসনিম শাকিলা, সায়মা আফরিন শশি, তানিয়া আকতার তিন্নি, নূরি তাজ সায়মা, শমিষ্ঠা ভট্টাচার্য প্রমুখ। নিউজটি শেয়ার করুন।