ফেসবুকে সব ধরণের অপরাধ কমাতে গঠিত হলো ‘সুপ্রিম কোর্ট’, এ কোর্টের শক্তি জাকারবার্গের চেয়েও বেশি।
আমার বাংলা টিভি ডেস্ক :বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ একটি তদারকি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করে এ কমিটিকে আখ্যা করেন ‘ সুপ্রিম কোর্ট’।
ফেসবুকের কো-চেয়ারের দায়িত্বে থাকা সদস্যরা এই কমিটি নির্বাচন করেছেন। এ কমিটিতে রয়েছেন, ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী হেল থর্নিং-স্মিটের। আছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফেডারেল সার্কিট জাজ মাইকেল ম্যাককনেল, সংবিধান বিশেষজ্ঞ জামাল গ্রিন, কলম্বিয়ার অ্যাটর্নি ক্যাটালিনা বোটেরো-মেরিনো এবং ইয়েমেনের শান্তিতে নোবেলজয়ী তাওয়াক্কল কারমানের মতো ব্যক্তিত্ব।
বোর্ডের সদস্যরা ২৭ দেশের নাগরিক। তারা অন্তত ২৯টি ভাষায় কথা বলতে পারেন।
ফেসবুকের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রধান নিক ক্লিগ স্কাইপ ইন্টারভিউতে রয়টার্সকে জানান ,কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত তারা সাফল্য আশা করছেন না। মানুষ খুব প্রশংসা করবে সেটাও ভাবছেন না।
ব্যবহারকারীদের প্রাইভেসি রক্ষা করতে না পারা এবং বিতর্কিত পোস্ট দ্ররুত না সরানোয় গত কয়েক বছরে বিভিন্ন দেশে বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে ফেসবুককে। এ জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
ফেসবুকের পক্ষ থেকে ক্লিগ টেকনোট্রিটকে বলেন,অন্তত ৬ বছর তাদের কাজের জন্য প্রতিষ্ঠানটি ১৩০ মিলিয়ন ডলারের ফান্ড দেবে।আর শিগগিরই এ কমিটির কাজ শুরু হবে। নিউজটি শেয়ার করুন।