ফেনী ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হকের নেতৃত্বে ধান কাটা উৎসব চলছে

 

ফেনী ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদারের নেতৃত্বে কৃষকের ধান কাটা উৎসব চলছে। 

আমার বাংলা টিভি ডেস্কঃ ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার নেতৃত্বে উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে ধান কাটা উৎসব চলছে।

করোনা ভাইরাসের কারনে দেশব্যাপী সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশে শ্রমিক সংকটের কারনে কৃষকদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ছাগলনাইয়া ছাত্রলীগ পরিবার। আজ ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকদের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছেন।করোনা ভাইসারের কারনে উদ্ভূত পরিস্থিতে শ্রমিক সংকটে কৃষকের পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। এইসময়ে ছাগলনাইয়া ছাত্রলীগের সহযোগিতায় কৃষকের ধান ঘরে ফিরে যাচ্ছে।

ধারাবাহিক ভাবে প্রচন্ড গরমেও রোজা রেখে কৃষকের পাশে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ। ৫নং মহামায়ার মধ্যম জয়নগর গ্রামে মসজিদের পাশে, কৃষক মোঃ ওবাইদুল হকের জমির পরিমান ৩৮ শতক।

এই ব্যাপারে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা দেওয়ার পর সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা গরীব অসহায় কৃষকের ধান কেটে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। তারই অংশ হিসেবে আমি আমার ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এলাকার গরীব অসহায় কৃষকের  পাকা ধান কেটে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি । ছাগলনাইয়া ছাত্রলীগ মানুষের পাশে সবসময় ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। তাদের এই কাজ অব্যাহত থাকবে। এছাড়াও তিনি যার যার অবস্থান থেকে সকলকে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন।

ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের ধান কাটাত কার্যক্রমে আরো ছিলেন ছাগলনাইয়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ননী, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সহ অন্যান্য নেতাকর্মী। নিউজটি শেয়ার করুন।