ফেইসবুক ভিত্তিক সমাজিক সংগঠন প্রাণের প্রিয় চট্টগ্রামের ইফতার বিতরণ

ফেইসবুক ভিত্তিক সমাজিক সংগঠন “প্রাণের প্রিয় চট্টগ্রাম” এর ইফতার বিতরণ করছেন সদস্যবৃন্দ।

আমার বাংলা টিভি ডেস্কঃ সাম্প্রতিক কালের প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্তব্দ হয়ে পড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও করোনার সংক্রমণ থেকে বাঁচতে বর্তমানে পুরো দেশ লকডাউনে রয়েছে। লকডাউনে থাকতে গিয়ে বেশি ক্ষতি হয়েছে পথচারীদের। তাদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেছেন, ফেইসবুক ভিত্তিক সমাজিক সংগঠন ” প্রাণের প্রিয় চট্টগ্রাম “সোমবার নগরীর বিআরটিসি মোড় পয়েন্টে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা সাবেক ছাত্রনেতা আলী মুর্তজা খান, আব্বাস উদ্দীন, নুর জাহেদ বাবলু, আজম খান, আবু বক্কর, হাসান রুবেল সহ গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ।amarbangla.tv

এসময় সংগঠনের উদ্যোক্তা আলী মুর্তজা খান বলেন, দেশে এই মুহূর্তে সব কিছু বন্ধ হোটেল, চায়ের দোকান, রেষ্টুরেন্ট ভাত ঘর ইত্যাদি বন্ধ হওয়ার কারণে পথচারীদের ইফতার খাওয়া অনেকটা কষ্ট হয়ে যাবে, একেবারে যেন কষ্টের শেষ শিমানায়। তাই তাদের কথা চিন্তা করে আমাদের সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভিত্তিক সমাজিক সংগঠন ” প্রাণের প্রিয় চট্টগ্রাম এর পক্ষ থেকে আমরা পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছি। আশা রাখি এর মাধ্যমে অসহায়, পথচারী, হতদরিদ্ররা কিছুটা হলেও ইফতার সংকট থেকে উত্তোরিত হবে এবং ইফতার বিতরণ কর্মসূচী চলামান থাকবে।

তিনি আরো বলেন, প্রিয় মানুষ গুলোকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, হাট-বাজার ও রাস্তা-ঘাটে ঘুরাঘুরি না করে এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে নিজ ঘরেই অবস্থান করুন এবং মহান আল্লাহর দরবারে বেশী বেশী প্রার্থনা করুন। নিউজটি শেয়ার করুন।