ফিল্ড হাসপাতালের জন্য ১২টি বেড দিলো অতীশ দীপঙ্কর সোসাইটি

ফিল্ড হাসপাতালের জন্য ১২টি বেড দিলো অতীশ দীপঙ্কর সোসাইটি

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় চট্টগ্রামের ফৌজদার হাট সলিমপুরে প্রস্তুত করা হচ্ছে ফিল্ড হাসপাতাল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে হাসপাতালটি প্রস্তুতের কাজ চলছে।

এই হাসপাতালের জন্য ১২টি মেডিকেল বেড (শয্যা) নিয়ে এগিয়ে আসলো হাটহাজারী উপজেলাধীন দক্ষিণ মাদার্শার একটি সংগঠন অতীশ দীপঙ্কর সোসাইটি। ডা. বসুমিত্র বড়ুয়ার সার্বিক সহযোগিতায় দক্ষিণ মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে শুক্রবার দুপুরে বেডগুলো হস্তান্তর করা হয়। ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়ার হাতে এসব বেড তুলে দেন দক্ষিন মাদার্শার শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুপাল বংশ ভিক্ষু।

এসময় হাটহাজারী উপজেলার চেয়ারম্যান এম এ রাশেদ, পলাশ বড়ুয়া, সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না ছাড়াও অতীশ দীপঙ্কর সোসাইটির সদস্য মিন্টু বড়ুয়া, মিন্টুন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, হিরু বড়ুয়া, রাজীব, সৌরভ, সুজন, সনেট, দূর্জয়, অনিক, সজয় প্রমূখ উপস্থিত ছিলেন।