ফিরিঙ্গী বাজারে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী রিপন

ফিরিঙ্গী বাজার ওয়ার্ড়ে খাদ্যসামগ্রী বিতরণ করছেন বিএনপির কাউন্সিলর প্রার্থী সাদেকুর রহমান রিপন

আমার বাংলা টিভি ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া অসহায় ঘর বন্দি হয়ে পড়া মানুষের কষ্টের শেষ নাই। সামাজিক দায়বদ্ধতা থেকে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক, কাউন্সিলর প্রার্থী সাদেকুর রহমান রিপন বিগত কয়েকদিন ধরে ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ১১০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এই খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন কোতোয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন।

এই কর্মসূচির অংশ হিসেবে আজ ৬ মে বুধবার দুপুরে ফিরিঙ্গী বাজার সনাতনী, হিন্দু সম্প্রদায়ের টেকপাড়া, নোয়াপাড়া ও শাহাজী পাড়ায় হতদরিদ্র ও দিনমজুর, পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে সাদেকুর রহমান রিপন বলেন, করোনা সংক্রমনে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই সময়ে সরকার গার্মেন্টস ও দোকানপাট, শপিংমল খোলা রাখার
মতো আত্বঘাতী সিদ্ধান্ত নিয়েছে। করোনা মোকাবেলায় সরকারকে আরো কঠোর হওয়া
উচিত ছিল। তিনি সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় শপিংমল সহ গণপরিবহন আরো কিছুদিন বন্ধ রাখার দাবি জানান।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে করোনাকালীন এ দূর্যোগের শুরু থেকে জনগণকে সচেতন করা, খাদ্য ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। যতদিন এ পরিস্থিতি স্বাভাবিক না হয়, সারাদেশের ন্যায়
চট্টগ্রাম মহানগরীতেও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সহ সভাপতি আমিনুর রহমান মিয়া,
স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ ওয়াসিম, যুব বিষয়ক সম্পাদক ইমরান সিদ্দিক জ্যাকসন, ওয়ার্ড় ছাত্রদলের সভাপতি আরিফ সোহেল, সাধারন সম্পাদক কুতুব উদ্দীন মুন্না, আইনুল ইসলাম জুয়েল, আবদুল গাফ্ফার ডালিম, মামুনুর রশীদ মামুন, শহীদুল্লাহ রনি প্রমূখ। নিউজটি শেয়ার করুন।