ফিরিঙ্গি বাজার একতা বয়েজ ক্লাবের উদ্যোগে আকতার খানের উপহার সামগ্রী বিতরণ

ফিরিঙ্গি বাজার ৩৩ নং ওর্য়াড়স্থ বংশাল রোড় এলাকায় একতা বয়েজ ক্লাবের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করছেন একতা বয়েজ ক্লাবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ আকতার খানেসহ অন্যরা। 

আমার বাংলা টিভি ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর ও মহামারি করোনা ভাইরাস প্রাদুভাব কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের লক্ষ্য। চট্টগ্রাম একতা বয়েজ ক্লাবের উদ্যোগে কর্মহীন, হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আজ শনিবার চট্টগ্রাম ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওর্য়াড়, বংশাল রোড় এলাকায় কমর্হীন, হতদরিদ্র, অসহায়,পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। একতা বয়েজ ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আকতার খানসহ একতা বয়েজ ক্লাবের সদস্যরা, এই সামগ্রী তুলে দেন।

এসময় মোহাম্মদ আকতার খান বলেন, যাকাতের টাকা গুলোএদিক ওদিক নষ্ট না করে অসহায় পরিবারের জন্য বরাদ্দ করার জন্য এবং প্রিয় মানুষ গুলোকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

তিনি আরো বলেন, হাট-বাজার ও রাস্তা-ঘাটে ঘুরাঘুরি না করে এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে নিজ ঘরেই অবস্থান করুন এবং মহান আল্লাহর দরবারে বেশী বেশী প্রার্থনা করুন।

এসময় উপস্তিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাবের আহমদ, প্রচার সম্পাদক ইকবাল শরীফ, যোগাযোগ বিষয়ক সম্পাদক মানসারুল হক রুবায়েত। একতা বয়েজ ক্লাবের সাধারণত সম্পাদক আব্দুর রহিম। স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল আলম দিপু। কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ওয়াসিম, ইমরান সিদ্দিক জেকসন, নুরুল আলম নুরু। যুবনেতা মোরশেদ, সালমান, জামাল। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ রনি, ছাত্রনেতা রানা, ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক আরাফাত প্রমুখ নেতৃবৃন্দ।শেয়ার করুন।