অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন চন্দনাইশ ক্লাবের সদস্যরা।
আমার বাংলা টিভি ডেস্কঃ কবিরাজ নিশিচন্দ্রদাশের দামাদর ঔষধালয় প্রকাশ দাশ পাগলাগারদে চন্দনাইশ ক্লাবের পক্ষ থেকে খাদ্য সামগ্রি প্রদান করা হয়। তাছাড়া চন্দনাইশের নিম্ন আয়ের মানুষদের ও গরীব মেহনতিদের খাদ্য সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন চন্দনাইশ ক্লাব।
করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের যাতে খাবারের কষ্ট করতে না হয়, সে লক্ষ্যে এ সংগঠনটি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে এসব উদ্যোগ গ্রহণ করেন।
রবিবার ২৪মে চন্দনাইশের বিভিন্ন এলাকায় চন্দনাইশ ক্লাবের পক্ষ থেকে এ সকল খাদ্য সহায়তা দেওয়া হয়।উল্লেখ্য চন্দনাইশ ক্লাব এরমধ্যে চন্দনাইশের গরীব,দিনমজুর মানুষের মাঝে চার পাচ পর্যায়ে প্রায় তিন চার হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করে।তাছাড়া চন্দনাইশ ক্লাবের উদ্যোগে টেলি চিকিৎসাসেবা ব্যাপক আলোরন সৃষ্টি করে।
চন্দনাইশ ক্লাবের পক্ষ থেকে মো রাকিবুল হুদা বলেন,আমরা আসলেই সত্যিই খুশি দাশ চিকিৎসালয়ের রোগীদের পাশে দাড়াতে পেরে।ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু নিয়ে চন্দনাইশের মানুষের পাশে দাড়াব।শেয়ার করুন।